#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি (Horoscope Today) কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। কর্মক্ষেত্র হোক বা পারিবারিক জীবন, আজ নিজের ভুল থেকে শিক্ষা নিন।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ নিজের এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের যত্ন নেওয়াটাই মূল কথা।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ চাকরি বদলের সম্ভাবনা আছে, ধার দেওয়া টাকা শোধ পেতে পারেন।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ সব দিক থেকে দিন ভালো যাবে (Horoscope Today), সর্বত্র আপনার ব্যক্তিত্ব অন্যদের মুগ্ধ করবে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের বিষয়ে মনোযোগ দিতে হবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে হতে পারে, যেচে উপদেশ দেবেন না!
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ আর্থিক সমস্যার প্রতিকার হবে, দিন হালকা মেজাজে কাটবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ কর্মক্ষেত্রে অভিজ্ঞদের কথা শুনে চললে লাভ বই ক্ষতি নেই।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ স্বাস্থ্যের কারণে মেজাজ খিটখিটে থাকবে, কর্মক্ষেত্রে সমস্যা বাড়বে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ প্রয়োজন হলে নিজের কাজের ধরন বদলাতে হবে, তাতে উপকার মিলবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা কাটবে, কাজের প্রতি মনোযোগ বাড়বে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। (Horoscope Today) আজ যে কোনও খুঁটিনাটি ব্যাপারে সহকর্মীদের সাহায্য পাবেন, একা লাগবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope