কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
এসময় কোনও বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
নিজের সৃজনশীলতার প্রশংসা না পেলে মন ভারাক্রান্ত হতে পারে। ধৈর্য ধরতে হবে। যান চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
নতুন উদ্যমে সব কাজ করা যাবে। পরিবার ও কর্মক্ষেত্রে ভারসাম্য রাখা যাবে। মন ভাল রাখতে ধ্যান করা যেতে পারে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
আবেগপ্রবণতা বৃদ্ধি পেতে পারে, কোনও প্রলোভনে পড়ার আশঙ্কাও রয়েছে। সামাজিকতা বাড়বে।
আরও পড়ুন- আগামী সপ্তাহে সূর্যের কুম্ভে গমন; আশাতিরিক্ত সৌভাগ্য পাবে এই তিন রাশি!
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
জীবনের দৈনন্দিনতার মধ্যে হাস্যরস উপভোগ করা জরুরি। অস্বাস্থ্যকর জীবনধারা থেকে বেরিয়ে আসতে হবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
এসময় ইতিবাচক। প্রেম জীবন আকর্ষণীয় হতে চলেছে। ভাল কাজের সুযোগ পাওয়া যেতে পারে। তবে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কোনও সমস্যা সমাধানে বন্ধুর সাহায্য নেওয়া যেতে পারে। চোখের সমস্যায় সতর্ক হওয়া দরকার। উত্তরধিকার সূত্রে অর্থ প্রাপ্তির সম্ভাবনা।
বৃশ্চিক : অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
ব্যস্ততার মধ্যে সময় কাটবে। সময় মতো প্রতিশ্রুতি পূরণ করতে না পারার চাপ থাকতে পারে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
নিজের পরিশ্রম ও দৃঢ় সংকল্পের সঙ্গে করা কাজ এই সময় ফল দিতে শুরু করবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
শুভ সংবাদ আসতে পারে। দীর্ঘদিন ধরে করা গুরুত্বপূর্ণ কোনও কাজ এসময় ফল দিতে পারে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নিলে তা ভুল হতে পারে। নতুন কোনও বন্ধু হতে পারে। বিশ্রাম নেওয়ার প্রয়োজন হতে পারে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
ভ্রমণ পরিকল্পনা করা যেতে পারে। বাড়ি সংস্কার বা নতুন বাড়িতে স্থানান্তরের সম্ভাবনাও রয়েছে।
(প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope Today