হোম /খবর /জ্যোতিষকাহন /
Horoscope Today: রাশিফল ১৩ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Horoscope Today: রাশিফল ১৩ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

রাশিফল ১৩ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

রাশিফল ১৩ ফেব্রুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Horoscope Today, February 13, 2023: জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

  • Share this:

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

বিশ্বাসী কেউ গোপন বিষয় পাঁচকান করতে পারেন, তাই বুঝে-শুনে কথা বলুন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

ভয়-বিষাদের কথা ঘনিষ্ঠ কারও সঙ্গে ভাগ করে নিলে বোঝা অনেকটা হালকা হবে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

বন্ধুদের সঙ্গে মেলামেশার মাধ্যমেই মনের মানুষের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- বিশ্বের এই দেশে রয়েছে পুরুষদের দ্বীপ! এখানে দেবীর পুজো হলেও নারীদের প্রবেশ বারণ

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

ভবিষ্যতের পক্ষে উপকারী কোনও প্রকল্প হাতে আসবে, সবার সমর্থন সঙ্গে থাকবে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

কাছের কাউকে নিয়ে সমস্যা হলে আপাতত নিজেদের সময় দিতে হবে।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

প্রভাবশালী কারও সঙ্গে সখ্যতা এবার জীবন উন্নতির দিকে নিয়ে যেতে পারে!

আরও পড়ুন- বছর ছয়েকের ছোট ঝাঁকড়া চুলের ছেলেটা মুগ্ধ করেছিল! সাংবাদিক সেজেই তাঁর বাড়িতে প্রবেশ! শুনে নিন সচিন-অঞ্জলির ফিল্মি প্রেমের কাহিনি

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

আর্থিক অবস্থার উন্নতি এখনই না হলেও সৃজনশীলতার সাহায্যে উপার্জন হবে।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

দিনটি উদ্যমে পরিপূর্ণ, অতএব জমে থাকা কাজে এবার হাত দিতে হবে।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

বাকসংযম একান্ত প্রয়োজন, অন্যের বিরক্তির কারণ না হয়ে ওঠাই ভাল।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

কাজের চাপ থাকবে, এর মধ্যেই পরিবারের কারও অসুস্থতা বিব্রত করে তুলতে পারে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

কারও উপরে বিশ্বাস করা যাবে না, সব কাজ একা হাতে শেষ করতে হবে।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

কাজের চাপে মাথা গরম থাকবে, এমন কিছু না করাই ভাল যা আফসোসের কারণ হয়।

(প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Daily Horoscope, Horoscope Today