#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবেন আপনি, পারস্পরিক মতবিনিময়ে সমস্যার সমাধান হবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। প্রাথমিক ভাবে অসাধ্য মনে হলেও ভবিষ্যতের উন্নতির পরিকল্পনা একেবারে বাতিল করে আজ দেবেন না।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। কাজ আজ সময়ে শেষ হয়ে যাবে, যা পড়ে থাকবে সেটার পিছনে আজ সময় না দেওয়াই উচিত হবে।
আরও পড়ুন-অমিতাভ বচ্চনের জনপ্রিয় অনুষ্ঠানের নাম করে প্রতারণার ফাঁদ! নেপথ্যে কি জামতাড়া গ্যাং?
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজকের দিনটি সামাজিকতার, মেলামেশার মধ্যে দিয়েই সমমনস্কের সঙ্গে আলাপ এবং উন্নতি হবে৷
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ পরিস্থিতির মোকাবিলা করতে হবে সরাসরি, তাই স্পষ্ট যুক্তির সঙ্গে নিজেকে তৈরি রাখুন।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। নানা ক্ষেত্রে মতানৈক্য আজ বিভ্রান্তির সৃষ্টি করবে, এক্ষেত্রে মাথা ঠাণ্ডা রাখা সবচেয়ে বেশি দরকার৷
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। উদ্বেগের ব্যাপারে আজ বিশ্বাসী কারও সঙ্গে আলোচনা করতে পারেন, তাতেই সমাধানের পথ খুলবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। দীর্ঘ প্রত্যাশার পর আজ সুফল মিলবে, ভবিষ্যতের লক্ষ্যে অর্থনৈতিক সিদ্ধান্ত ফলপ্রসূ হবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ যে ভাবেই হোক মাথা ঠাণ্ডা রাখতে হবে, বেফাঁস কথা বলার ব্যাপারেও সতর্ক থাকা প্রয়োজন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। অতীতের বোঝা ঝেড়ে ফেলে আজ ভবিষ্যতের পদক্ষেপ করুন, সিদ্ধান্ত লাভজনক হবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ ঋণ পরিশোধের দিন, উদ্যোগী হলে ভবিষ্যতে তা সম্পর্কের ভিত মজবুত করে তুলবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ সারা দিন হাসি-খুশি মেজাজে কাটবে, পরিবারে আনন্দ বাড়বে, কর্মক্ষেত্রেও সমস্যা থাকবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope Today