কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ ভালোবাসা, কর্মজীবন, অর্থ, স্বাস্থ্য সব ক্ষেত্রেই দিনটি স্বর্ণপ্রসূ হবে, সব বাধা দূর হয়ে উন্নতির সূচনা হবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ অন্যমনস্কতা গ্রাস করবে, তাই যে কোনও ব্যাপারে, বিশেষত কেনাকাটায় অতিরিক্ত মনোযোগ কাম্য।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ দিন কাটবে অন্যদের সঙ্গে যোগাযোগের মধ্যে দিয়ে, তাই বক্তব্য স্পষ্ট এবং স্বচ্ছ হওয়া একান্ত প্রয়োজন।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ বন্ধু বা প্রতিবেশী সূত্রে পাওয়া তথ্য অনুসারে পদক্ষেপ করতে পারেন, মনের কথায় ঠকবেন না।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজকের দিনটি নানা রকম গোলযোগের মধ্যে দিয়ে কাটবে, লক্ষ্য থেকে তাই চ্যুত হলে চলবে না।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ সহজেই অন্যের মনের কথা বুঝতে পারবেন, সেই অনুযায়ী পদক্ষেপে উন্নতি অবধারিত!
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। সংবেদনশীল স্বভাব এবং উপস্থিত বুদ্ধির জন্য আজ অন্যেরা আপনার উপরে নির্ভর করবেন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। কর্মজীবনে আজ সাফল্য নিশ্চিত, ভালোবাসা এবং বন্ধুত্বের ক্ষেত্রেও আজ ইতিবাচকতা থাকবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। সমমনস্কতা নতুন বন্ধু তৈরিতে আজ সাহায্য করবে, তেমনই পুরনো বন্ধুত্বের বাঁধন দৃঢ় হবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। দিনটি পিছনে ফিরে তাকানোর নয়, তাই আত্মবিশ্বাসের সঙ্গে পদক্ষেপ করাটাই উচিত হবে।
আরও পড়ুন- পঞ্জিকা ৩১ অগাস্ট: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। বন্ধু বা ব্যবসার অংশীদারের সঙ্গে আজ স্পষ্ট ভাবে কথা বললেই সমস্যার সমাধান হবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কর্মক্ষেত্রে আজ উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে ব্যক্তিগত ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আজ বাড়তে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Horoscopes, Zodiacs