#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, April 27, 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। অন্যদের থেকে মনোযোগ ও ভালোবাসা পাওয়ার আগে নিজেকে ভালোবাসতে হবে। নতুন বাড়ি বা সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। অযথা কোনও রকম কমিটমেন্টে যাওয়ার দরকার নেই। আজ নিজেকে অনুভব করার দিন। নিজের মত প্রকাশ করতে কুন্ঠিত বোধ করবেন না।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। সম্পর্কে যদি আগের আর স্পার্ক না থাকে তবে এখনই পদক্ষেপ নেওয়ার সময়। বিদেশ গমনের স্বপ্ন পূরণ হতে পারে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। সম্পর্ককে আরও মধুর করে তুলে সক্রিয় ভূমিকা নিতে হবে। বিশেষ কোনও সুযোগের অপেক্ষায় থাকলে তা মিলতে পারে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ পার্টনারের সঙ্গে মুখোমুখি হতে ধৈর্যের প্রয়োজন। কর্মক্ষেত্রে আপনার ইতিবাচক মনোভাবের সাড়া পাবেন আজ।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। পারফেক্ট পার্টনার শুধুই কাল্পনিক বিষয়, এটা আজ ভুলবেন না। দিনের দ্বিতীয়ার্ধে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ কাজ, পরিবার এবং সম্পর্কের মাঝে ব্যালেন্স করে চলতে হবে। কোনও কাজ করার আগে তাড়াহুড়ো না করাই ভাল।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ চারদিক থেকে ভালোবাসার পাবেন। প্রয়োজনে বন্ধুদের সাহায্য নিতে পারেন। নিজের কাজে মন দিন, আরও পরিশ্রম করার চেষ্টা করুন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। সম্পর্কে স্পার্ক তৈরি করতে আজ আদর্শ দিন। পার্টনারকে আরও সময় দিন। অর্থকড়ির বিষয়ে ভাগ্য সহায় হবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আপনি প্যাশনেট আর রোম্যান্টিক, তাই সম্পর্কেও এই বৈশিষ্ট্যের ছাপ পড়বে। কর্মক্ষেত্রে খ্যাতি ও প্রতিপত্তি বাড়বে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আপনি সম্পর্ক নিয়ে খুব বেশি সিরিয়াস এবং অত্যাধিক চিন্তা করছেন। কোথাও চাকরির জন্য আবেদন করলে সুখবরের প্রত্যাশা করতে পারেন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। মনে রাখবেন কেউই নিখুঁত নয়, তাই সম্পর্ক তৈরি করতে অযথা পুরনো সম্পর্ক ভাঙার দরকার নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope Today