কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সম্পর্কের কিছু দিক বিবেচনা করতে হবে, প্রয়োজনে পিছিয়ে আসাই উচিত হবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০। নানা দিক থেকে কথা ভেসে আসবে, একমাত্র নিজের মনের উপরে ভরসা করাই ভাল।
মিথুন: মে ২১ থেকে জুন ২০। রাগ বা হতাশা থেকে মুক্ত হওয়া প্রয়োজন, একমাত্র কথোপকথনের মাধ্যমেই তা সম্ভব।
আরও পড়ুন- নিজ রাশিতে শক্তিশালী হয়েছেন শনিদেব! এই তিন রাশির জীবনে আসছে খুশির বন্যা
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২। বিনিয়োগে ঝুঁকি এড়িয়ে চলতে হবে, স্বাস্থ্যের অতিরিক্ত খেয়াল রাখা দরকার।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। মাথা ঠান্ডা রাখতে হবে, বয়স্ক কারও পরামর্শ সব সমস্যার সমাধান হয়ে উঠবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। দক্ষতার মূল্যায়ণ নতুন করে হবে- এই পরিস্থিতি কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। অন্যদের পাশে থাকা ভাল গুণ, তবে পরিবারকেও এবার সময় দিতে হবে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। নতুন চিন্তাধারার প্রয়োগ এখন কেবলই বিভ্রান্তি ও দুর্ভোগের জন্ম দেবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। একসঙ্গে অনেক দিক সামলাতে হবে- সিদ্ধান্তহীনতায় ভুগলে চলবে না।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। যে কোনও কাজে প্রথম উদ্যোগ নিতে হবে, তবে শরীরের উপরে চাপ না ফেলে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা দুর্বল হয়ে থাকবে- কোনও সিদ্ধান্তে না আসাই ভাল।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কাজে মাথা দিতে অসুবিধা হবে, অতএব নতুন কিছু হাতে না নেওয়াই উচিত হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Astrology, Daily Horoscope, Horoscope Today