হোম /খবর /জ্যোতিষকাহন /
Horoscope Today: রাশিফল ৩ ডিসেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Horoscope Today: রাশিফল ৩ ডিসেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

রাশিফল ৩ ডিসেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

রাশিফল ৩ ডিসেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

Horoscope Today, 3 December 2021 (Ajker Rashifal): জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

  • Share this:

#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ অহংবোধকে প্রশ্রয় দিলে চলবে না, আবেগে ভেসে না গিয়ে যুক্তি ও বুদ্ধি খাটালে দিন ভালো কাটবে।

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। সব কাজ একা হাতে সামলানো যায় না, তাই আজ দরকারে অন্যের সাহায্য নিতে কুণ্ঠিত হলে চলবে না।

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া আবশ্যক, অর্থনৈতিক বিনিয়োগের সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো হবে।

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ সতর্ক হয়ে কথা বলবেন, মু ফসকে বলে ফেলা সামান্য কথাও ভবিষ্যতে বিপদ বাড়াতে যথেষ্ট ৷

আরও পড়ুন-ধেয়ে আসছে ‘জাওয়াদ’ ! প্রস্তুত প্রশাসন, স্থলভাগ থেকে এখন কতটা দূরে এই ঘূর্ণিঝড় ?

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ কোনও দিক থেকেই পরিস্থিতি আয়ত্তে থাকবে না, মুষড়ে না পড়ে খোলাখুলি আলোচনার পথ বেছে নিন।

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। দীর্ঘ দিনের ফেলে রাখা কাজ আজ সহজেই শেষ হবে, প্রিয়জনদের সঙ্গে বিতর্কে জড়াবেন না নিজেকে৷

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। যারা দুঃসময়ে পাশে থেকেছে, আজ তাদের দাবি উপেক্ষা করবেন না, সৃজনশীল কাজের পক্ষে দিনটি শুভ।

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ নানা দিক থেকে ভবিষ্যতের উন্নতির পথ প্রশস্ত হবে, বিবেচনা করে সঠিক বিকল্প বেছে নিতে হবে।

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ অন্যের প্রতি বাড়তি মনোযোগ দিতে হবে, এর মধ্যেই লুকিয়ে রয়েছে কর্মক্ষেত্রে সাফল্যও।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ সমস্ত মনোযোগ থাকবে কাজের দিকে, তা বলে পরিবারের দাবি উপেক্ষা করলে চলবে না।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। যতটা শরীরে দেয়, ঠিক ততটুকু কাজের দায়িত্বই নিন আজ, অন্যথায় কাজ সময়ে শেষ হবে না।

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ নানা সমস্যা সারা দিন ধরে বিরক্ত করবে, ছোটখাটো বিষয়গুলো নিয়ে এক্ষেত্রে না ভাবাই ভালো হবে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Daily Horoscope, Horoscope Today