কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। অতীতের কোনও কারণে ব্যক্তিগত সম্পর্কে ঝড় উঠতে চলেছে, সতর্ক থাকুন।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ নিজের শারীরিক সামর্থ্য এবং মানসিক চাহিদার মধ্যে ভারসাম্য না রাখলে সমস্যা বাড়বে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ সৃজনশীলতার দিন, নিজের চিন্তা-ভাবনাকে ডানা মেলতে দিন সব সীমানা ছাড়িয়ে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজকের দিনটির লক্ষ্য থাকবে পারিবারিক জীবনে, পারিবারিক চাহিদায় ব্যস্ত থাকতে হবে।
আরও পড়ুন- রহস্য সমাধানে তুখোড়, এই রাশির জাতক-জাতিকারা যেন জন্মসূত্রেই গোয়েন্দা!
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। ভালো লাগার কোনও কাজে আজ অনেক ঘোরাঘুরি করতে হলেও তা গায়ে লাগবে না।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ নিজের উপরে আস্থা রাখতে হবে, তাহলেই সামাল দেওয়া যাবে আর্থিক সঙ্কট!
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ অন্যের পাশে থাকতে হবে, ব্যক্তিগত চাহিদার পরিবর্তন আজ সবার নজরে পড়বে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। ভুল বোঝাবুঝি মিটিয়ে আজ এগিয়ে যাওয়ার দিন, অতএব আত্মবিশ্বাস বজায় রাখুন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। ভবিষ্যতের লক্ষ্য নিয়ে আজ ভাবতে হবে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার দিন আজ।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। ব্যক্তিগত জীবন আর কর্মজীবনের মধ্যে আজ যে করেই হোক ভারসাম্য বজায় রাখতে হবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। অভ্যস্ত নন- এমন কাজেই আজ দিন কাটবে, এর জন্য তৈরি থাকুন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। ব্যক্তিগত সম্পর্কে আজ পরিবর্তন আসতে চলেছে, তা খুঁটিয়ে দেখার প্রয়োজন রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope Today