কলকাতা: ভারতীয় মতে আজকের রাশিফল (Ajker Rashifal) গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। যে কারণে অস্বস্তি হচ্ছে, আজ তা কতটা সত্যি, সেই বিষয়ে খোঁজ নিন, সমস্যা দূর হবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ মনের কথা শুনে চলুন, যুক্তিকে আজ প্রাধান্য দিলে সমস্যা বাড়তে পারে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আবেগ আর যুক্তি- দিন ভালো রাখার জন্য প্রতি পদক্ষেপে দুইয়ের ভারসাম্য রক্ষা করতে হবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। বড় কিছু পাওয়ার লক্ষ্যে জীবনের ছোট আনন্দগুলো আজ অবহেলা করবেন না।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। প্রণয়ের সম্পর্ক আজ ঠিকঠাক থাকবে, তবে জীবনের একঘেয়েমি গ্রাস করতে পারে।
আরও পড়ুন- যে ভাবেই হোক এই রাশির জাতকরা লাইমলাইটে থাকেন, আপনিও সেই তালিকায়?
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। ব্যক্তিগত সম্পর্ক হোক বা কর্মজীবন- আজ জোর করে কোনও পদক্ষেপ করবেন না!
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ কোনও কিছুই নজর এড়াবে না, সেই মতো ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে হবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ ব্যক্তিগত সম্পর্কে মনোমালিন্য বাড়লেও তা ভবিষ্যতের ভিত মজবুত করবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ নিজের দুর্বলতা নয়, বরং সৃজনশীল স্বভাবকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যবহার করুন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। যুক্তি দিয়ে আজ অন্যদের আচরণের ব্যাখ্যা খুঁজে পাবেন না, মনের কথা শুনুন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। কল্পনাবিলাসে দিনটি অপচয় করবেন না, উদ্যোগী হলে তবেই লক্ষ্যে পৌঁছবেন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ অন্যের বিরুদ্ধ যুক্তির মুখে পড়তে হবে, তার জন্য তৈরি থাকুন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope Today