#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে ((Horoscope Today, 27 January 2022)) কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সমস্যার কারণ খুঁজে বের করতে পারলেই আজ সমাধান বেরিয়ে আসবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। শারীরিক দিক থেকে আজ সমস্যা হবে, তাই স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। কী করতে চাইছেন- এটা ভেবে সিদ্ধান্ত নিলেই ভবিষ্যতের পথ মসৃণ হবে।
আরও পড়ুন : রেশমপথের প্রহরী থেকে স্বাধীনতার যুদ্ধে বন্দিশিবির, বহু ইতিহাসের সাক্ষী বক্সা দুর্গ
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ বিব্রতকর পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখাটাই দিনের মূল মন্ত্র।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ অতীত ভুলে সব কিছু নতুন করে শুরু করার দিন, মন ভালো থাকবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কর্মক্ষেত্রের অস্বস্তিকর পরিবেশ থেকে আজ রেহাই দেবে পরিবারের পরিবেশ।
আরও পড়ুন : গাজরের মতো এর শাকও খুবই উপকারী
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। দ্বিধায় ভোগার দিন শেষ, আজ সমস্ত পরিবর্তনের সূচনা করুন জীবনে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ স্পষ্ট কথা বলুন, শুধু মেজাজ গরম করে ফেললে সমস্যা হবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ কর্মোদ্যম ফিরবে, মতামত ভাগ করে নেওয়ার পক্ষেও দিনটি ভালো।
আরও পড়ুন : রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফালি নারকেল, দূর করবে অনিদ্রা-সহ একাধিক সমস্যা
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। অতীতের তফাত ভুলে আজ এগিয়ে যাওয়ার দিন, অন্যের উপকারের দিন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ জয় করায়ত্ত হবে, তাই জটিল কোনও কাজে হাত দিতে পারেন সহজেই।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। প্রাণচাঞ্চল্যকে আজ সঠিক পরিকল্পনায় পরিচালিত করতে হবে, বসে থাকলে চলবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Horoscopes, Zodiacs