#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, 26 January 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। টাকার কথা ভেবে আজ নিজের স্বাস্থ্যের সঙ্গে সমঝোতা করলে চলবে না।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রক্ষার চেষ্টা কাজে আসবে না, মাথা ঠাণ্ডা রাখুন।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ অন্যের এবং নিজের আবেগের দিকে দৃষ্টি রেখে সংযত আচরণ করতে হবে।
আরও পড়ুন-West Bengal Weather Update: আজও বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যে, সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ অন্যের দেখানো পথে কাজ হবে না, বরং নিজের পথ তৈরির চেষ্টা করুন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ প্রমাণ পাওয়ার আগেই কোনও কিছু নিয়ে নেতিবাচক ভাবলে সমস্যা বাড়বে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ বুঝে-শুনে মনের কথা বলবেন, অন্যথায় তা বিপদে ফেলতে পারে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ ভেঙে পড়বেন না, কাঙ্ক্ষিত সাফল্য বেশি দূরে নেই এটা মাথায় রাখুন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। অতিরিক্ত আবেগ বা স্পর্শকাতরতা আজ সমস্যা বাড়াবে, তাই নিরপেক্ষ থাকুন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ সম্পর্কের ব্যাপারে বুঝে-শুনে পদক্ষেপ করুন, অন্যথায় অশান্তি বাড়বে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। প্রতিকূলতা সাময়িক, এটা মাথায় রেখে আজ রসবোধের সাহায্যে মন ভালো রাখতে হবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ ভেবে-চিন্তে মন্তব্য করবেন, নাহলে তা মনখারাপের কারণ হয়ে উঠবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ মুখ বুজে থাকবেন না, স্পষ্ট কথা না বললে পরিস্থিতি আরও বাজে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Horoscopes, Zodiacs