কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। না চাইলেও আজ পোষ্যসংক্রান্ত দায়িত্ব নিতে হতে পারে, জীবন বদলাতে চলেছে সদর্থক দিকে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। নতুন কাজে দ্বিধা যতই থাক, ন্যূনতম আগ্রহ থাকলেও আজ তা শুরু করার শ্রেষ্ঠ দিন।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। পারিবারিক কোনও সুখের খবর আজ একই সঙ্গে আনন্দিত এবং ঈর্ষাণ্বিত করে তুলবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ নানা ক্ষেত্রে নতুন যোগাযোগ স্থাপিত হবে, চিন্তার সৃজনশীলতা উন্নতির সহায়ক হবে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। নতুন পদক্ষেপ করার পক্ষে দিনটি শুভ, তাই সমস্ত ক্ষমতা-দক্ষতা নিয়ে কাজে মন দিতে হবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। বন্ধুদের সৌজন্যে আজ বহু প্রতীক্ষিত পরিবর্তন জীবনে আসবে, তাকে স্বাগত জানান!
আরও পড়ুন- এই ব্যবসায় মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন ! সরকার থেকেও পান ভর্তুকি
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকলেও আজ সব কাজ শেষ হবে না, সেই মতো পরিকল্পনা করুন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। অপ্রত্যাশিত সৌভাগ্য আপাতত উপভোগ করুন, কাজে লাগানোর পরিকল্পনা পরে হবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ কর্মক্ষেত্রে যশ বৃদ্ধি পাবে, পদোন্নতি হবে, তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যান লক্ষ্যে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। নতুন কিছু শেখার ইচ্ছা থাকলে সময় নষ্ট করবেন না, তা উপার্জনেরও সহায়ক হবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ অর্থপ্রাপ্তিযোগ আছে, বিশেষ কারও প্রতি তুমুল শারীরিক আকর্ষণ দেখা দিতে পারে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কোনও অনুষ্ঠানের সূত্রে নতুন যোগসূত্র স্থাপিত হবে কর্মজীবনে, তার সদ্ব্যবহার বাঞ্ছনীয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope