হোম /খবর /জ্যোতিষকাহন /
Horoscope Today: রাশিফল ২৪ নভেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Horoscope Today: রাশিফল ২৪ নভেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

রাশিফল ২৪ নভেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

রাশিফল ২৪ নভেম্বর: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

Horoscope Today, 24 November 2021 (Ajker Rashifal): জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

  • Share this:

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ অন্য শহরের কারও সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসতে পারে।

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। নিজের এবং প্রিয়জনের স্বাস্থ্যের আজ খেয়াল রাখুন ৷ এমনকী ছোট শারীরিক সমস্যা বড় আকার নিতে পারে।

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। সম্পর্কে জটিলতা আসতে পারে। প্রয়োজনে সঙ্গী/সঙ্গিনীর থেকে সাময়িক বিচ্ছেদ করুন। ভবিষ্যতে এতেই সম্পর্ক ভালো হবে।

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ ব্যবসায় টাকা বিনিয়োগের দিন। পুরনো কোনও সম্পর্কের মানুষের সঙ্গে দেখা হতে পারে।

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ আপনার প্রতিভা দেখানোর দিন৷ মেজাজ হারিয়ে কারও সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন। তাই সতর্ক থাকুন।

আরও পড়ুন- লক্ষ্য ১০০ শতাংশ টিকাকরণ, শিলিগুড়িতে চালু হল ‘দুয়ারে ভ্যাকসিন’!

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। পূর্বে কোনও পরীক্ষায় বসে থাকলে আজ ভালো ফল পাবেন। আর্থিক বিনিয়োগের আগে পরামর্শ নিন।

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। পেটের সমস্যায় ভুগতে পারেন। তাই সহজপাচ্য খাবার খান। নিজেকে ভালোবাসতে শিখুন৷

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ উচ্চ শিক্ষার প্রস্তাব পেতে পারেন। দিনের শেষে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ নিজের ব্যবসা শুরু সবচেয়ে ভালো সময়। অযথা স্বাস্থ্য নিয়ে চিন্তা করবেন না।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ মানসিক স্বাস্থ্যের সঙ্গে শারীরিক স্বাস্থ্যের উপরও জোর দিতে হবে। ভালো টাকা উপার্জনের সুযোগ রয়েছে।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে মন খুলে কথা বলুন। নিজেকেও কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন।

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে বিতর্কে জড়াতে পারেন। বেশি উত্তেজিত না হয়ে বিপরীত দিকের ব্যক্তিকে বোঝার চেষ্টা করুন।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Daily Horoscope, Horoscope Today