#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, 21 February 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। অপ্রত্যাশিত অতিথির আগমনে আজ দিনটা অন্য রকম কাটবে, সেই মতো নিজেকে প্রস্তুত রাখতে ভুলবেন না।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। প্রতিবেশীদের সঙ্গে আজ দিনের অনেকটা সময় কাটবে, চারপাশে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। হাতে বেশ কিছু টাকা আসতে চলেছে, ফেলে না রেখে বিচক্ষণের মতো তা বিনিয়োগে নজর দিন।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। সঙ্গী/সঙ্গিনীকে আজ সমর্থন দিতে হবে, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাটাও একই সঙ্গে দরকার।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সারা দিন তুমুল কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে, তাই দিনের শুরুতে পেট ভরে খেয়ে নিতে ভুলবেন না।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। অপ্রত্যাশিত ঘটনা পরম্পরার জন্য আজ সব পরিকল্পনা ভেস্তে যাবে, মাথা ঠান্ডা রাখুন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। কাজের চাপে আজ রাত জাগতে হতে পারে, যা ভবিষ্যতে সাফল্যের মুখ দেখাবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। প্রণয়ের সম্পর্ক আজ নিবিড় হতে চলেছে, সেই মতো তা উদযাপন করতে ভুলবেন না।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আর্থিক সাফল্যের মুখ দেখতে চলেছেন, সেই মতো সঠিক পরিকল্পনাও তৈরি রাখুন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। স্বাস্থ্যে প্রভাব পড়লে আজ গুরুত্ব বুঝে কাজ করাই উচিত, সবটা একসঙ্গে না করলেও চলবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। মাথা ঠান্ডা রাখলে আজ কর্মক্ষেত্রের সব সমস্যা অতি সহজেই সামাল দেওয়া যাবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে আজ ভারসাম্য রাখতেই হবে, নিজেকে ভালো রাখাও দরকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Horoscopes, Zodiacs