#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। নয়া উদ্যমে জীবন পরিপূর্ণ হতে চলেছে, পারিবারিক-কর্মক্ষেত্রে অনায়াসে শান্তি-জয়লাভ হবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে। যা কিছু প্রয়োজনীয় নয়, সেই সব ভুলে এবার সামনে এগোনো শুরু করলে সাফল্য মিলবে আজ।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আচমকাই সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে চলে আসবেন আপনি, সাফল্যের শুরুও হবে এখান থেকেই।
আরও পড়ুন - আপনার নামের আদ্যক্ষর এই তিনটির একটি? তাহলে কিন্তু আপনি এক বিরল গুণের জাতিকা, জানুন কেনকর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই। পরিস্থিতির জটিলতা ক্ষণস্থায়ী, অতএব তা নিয়ে আজ বিব্রত হওয়ার কিছু নেই।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট। জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য আজ নিজেকে সময় দিন, তাহলেই সাফল্যের পথ খুঁজে পাবেন।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। যে কোনও প্রতিবন্ধকতা আজ কাটানো যাবে, শুধু পদক্ষেপ করুন বুদ্ধি খাটিয়ে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর। অতীত আঁকড়ে পড়ে থাকার দিন শেষ- নতুন শুরু উত্তেজনাপূর্ণ হতে চলেছে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। সাফল্যের লক্ষ্যে পরিশ্রমই যথেষ্ট নয়, দরকারে আজ বিশ্বাসীদের পরামর্শও নিন।
আরও পড়ুন - রাত্রিবেলায় মজা লুটতে জুড়ি মেলা ভার এই রাশির জাতক-জাতিকাদের, পদ্ধতিতেই বিশাল চমক!
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। জমে থাকা কাজ আজ অনায়াসে শেষ হবে, বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। সবুরে মেওয়া ফলে- এটা মাথায় রেখে আজ কাজে তাড়াহুড়ো না করাই ভালো।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। যত কাজই আজ থাক, কাছের মানুষদের জন্য সময় বের করতে ভুলবেন না।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। পর্যবেক্ষণ এবং বিচারমূলক মনোবৃত্তির সাহায্যে আজ কর্মক্ষেত্রে উন্নতি হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Horoscopes, Zodiacs