#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। রোম্যান্সের জন্য যে সব সম্পর্ক অবহেলা করেছেন যেমন বাবা-বা, ভাই-বোন, সকলকে এবার আবার সময় দিতে হবে৷ আর্থিক ভাগ্য আজ ভালো।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। প্রিয় মানুষের সঙ্গে বাইরে যেতে পারেন৷ চাকরির এবং আর্থিক ভাগ্য ভালো। যদিও অর্থব্যয়ের দিকে নজর দিতে হবে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। সতর্ক না থাকলে সম্পর্কে তৃতীয় ব্যক্তি প্রভাব ফেলতে পারে। সঙ্গী/সঙ্গিনীর উপর ভরসা রাখতে হবে। আপনার বুদ্ধিমত্তাই আপনার সবচেয়ে বড় সম্পদ। অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে৷
আরও পড়ুন-সঙ্গমের পরে ভয়ঙ্কর অ্যালার্জিতে কাবু আমেরিকার যুবতী, শেষে কন্ডোম বদলে মুশকিল আসান!
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আপনার সৃজনশীল কাজ সফলভাবে শেষ করতে পারবেন। নিজের সাফল্য উদযাপিত করার পার্টি দিতে গিয়ে আপনার আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে৷
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। কয়েকদিন ধরে কাজের ধকল গেলেও আজ আপনি কিছুটা স্বস্তিতে থাকবেন। ঠিক মতো না বসার জন্য ঘাড়ে ব্যথা হতে পারে। সম্পর্কে হৃদয়ের কথা শুনুন৷
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আপাতভাবে স্বাস্থ্য ঠিক থাকলেও মানসিক চাপ প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে সমস্যায় পড়ে মেজাজ হারাবেন না।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। কাজে একঘেয়েমি এলেও অবহেলা করা চলবে না। সময়ে অফিসের কাজ শেষ করুন। বিশেষ কারও সঙ্গে সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর। আপনাকে কেউ বুঝতে না পারলে সবসময় নিজের বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। স্বাস্থ্য ঠিক রাখতে স্বাস্থ্যকর ডায়েট, যোগা ও মেডিটেশন করতে হবে। সম্পর্কে সময় দিন। ভেবেচিন্তে অর্থ বিনিয়োগ করতে হবে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। নিজের আনন্দদায়ক ব্যক্তিত্ব বজায় রাখুন। নতুন কাজের প্রস্তাব পেতে পারেন৷
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। নতুন সম্পর্ক শুরু হতে পারে। পূর্বের কোনও তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে না রাখলেই ভালো।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে সময় কাটাবেন। তবে সম্পর্কে কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতিও আসবে৷ মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে৷
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কর্মক্ষেত্রে লুকিয়ে থাকা শত্রুর থেকে সতর্ক থাকুন৷ মেজাজ না হারিয়ে শান্তভাবে অফিসে ব্যবহার করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Horoscopes, Zodiacs