#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আজ কর্মজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে দ্বন্দ্ব বাড়বে, উচ্চাশা পূরণে হতাশা আসবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ কর্মক্ষেত্রে পুরনো সমস্যা আঁকড়ে বসে থাকলে চলবে না, সেটা মেটাতে হবে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ আবেগপ্রবণতা সামলে চলতে হবে, যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ হৃদয় এবং যুক্তির দ্বন্দ্ব চললেও শেষ পর্যন্ত ব্যক্তিগত সম্পর্কে মন দিতে হবে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ অন্যেরা উপেক্ষা করলেও সেটা গায়ে না মেখে নিজের কাজ করে যেতে হবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। অর্থসমস্যা এবং ব্যক্তিগত সম্পর্কে সমস্যা- দুই সমাধানে আজ মন দেওয়া জরুরি!
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ পারিবারিক অশান্তি তুঙ্গে উঠবে, অন্যদের অন্যায্য দাবির মুখে পড়তে হবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ অপ্রিয় সত্য বলার সময়ে সাবধান, তা জটিলতার সৃষ্টি করবে জীবনে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ অন্যদের সঙ্গে মতানৈক্য হলেও তার মধ্যে দিয়েই আত্মবিশ্বাস বাড়বে।
আরও পড়ুন- মনের মানুষের থেকে সমান ভালোবাসা চাইছেন? শুধু মেনে চলতে হবে ফেং সুইয়ের এই কয়েকটা নিয়ম
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ নিজের শরীর এবং মনের দিকে খেয়াল রাখতে হবে, বিশ্রাম নিতে হবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আবেগপ্রবণতার শিকার হয়ে আজ নিজের ক্ষতি করবেন না, সংযত থাকুন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ ব্যক্তিগত সম্পর্কে সময় দিলে ভালো হয়, অন্যদের কাছ থেকে উপকার পাবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Horoscopes, Zodiacs