হোম /খবর /জ্যোতিষকাহন /
Horoscope Today: রাশিফল ১ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Horoscope Today: রাশিফল ১ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Photo: News18

Photo: News18

Horoscope Today (Ajker Rashifal), 01 October 2021: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

  • Share this:

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। দায়িত্ববোধ আজ বিব্রত করে তুলতে পারে, স্বামী/স্ত্রীর সঙ্গে বোঝাপড়া বাঞ্ছনীয়।

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ দাম্পত্যে সুখ বাড়বে, কর্মক্ষেত্রে সব সমস্যার সমাধান হবে সহজেই।

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ কর্মক্ষেত্রে অশান্তি হতে পারে, মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে।

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্মক্ষেত্র হোক বা পারিবারিক জীবন- আজ সঙ্গী/সঙ্গিনীর পরামর্শ ফেলবেন না।

আরও পড়ুন- এই পাঁচটি রাশির জাতক হতে পারে সেরা প্রেমিক! সম্পর্কে এগোনোর আগে একবার দেখে নিন

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। নতুন কাজ খোঁজার চেষ্টা এখনই ফলপ্রসূ হবে না, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আর্থিক সমস্যার সমাধানের আজ ইঙ্গিত রয়েছে, মন দিয়ে কাজ করতে হবে!

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। কর্মক্ষেত্রের অভিজ্ঞতা আজ নতুন কিছু শেখাবে, সকলের থেকে প্রশংসা পাবেন।

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আলস্য আজ দূরে রেখে হাতের কাজ শেষ করতেই হবে, অন্যথায় সমস্যা বাড়বে।

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। অত্যধিক ক্লান্তি এবং পায়ের ব্যথায় আজ কষ্ট পেতে পারেন, তাই সাবধানে থাকতে হবে।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। পরিকল্পনা করে আজ কাজে এগোতে হবে, তাহলেই সব দিকে ভারসাম্য বজায় থাকবে।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ অপ্রয়োজনীয় কাজে সময় দিলে চলবে না, বাইরের খাবারও বর্জন করুন।

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করলে চলবে না, মাথা ঠাণ্ডা রাখুন।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Daily Horoscope, Horoscope Today