হোম /খবর /জ্যোতিষকাহন /
কেমন কাটবে ৮ মার্চ? অশুভ কিছু ঘটবে না তো? দেখে নিন রাশিফল

Horoscope: কেমন কাটবে ৮ মার্চ? অশুভ কিছু ঘটবে না তো? দেখে নিন রাশিফল

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

  • Share this:

    ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

    জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

    মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

    হোলি নিয়ে আসবে সুখ ও সমৃদ্ধি। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটানো যাবে। সৃজনশীলতা বাড়বে।

    বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

    এই হোলিতে হারিয়ে যাওয়া বন্ধুর সঙ্গে আবার দেখা হতে পারে। উপহার প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে।

    মিথুন: মে ২১ থেকে জুন ২০।

    ব্যক্তিগত ও পেশাগত জীবনের সমস্যা কেটে যেতে চলেছে এই হোলির মরশুমে। পদোন্নতির সম্ভাবনাও রয়েছে।

    কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

    এবারের হোলি জীবনে ইতিবাচকতা নিয়ে আসছে। সেই শক্তির প্রভাবেই নিজের মধ্যে আনন্দ অনুভব করা সম্ভব হবে।

    সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

    হোলিকাদহন পর্ব থেকেই সমস্ত চাপ কেটে যেতে শুরু করেছে। অতীতের সমস্ত সমস্যাও সমাধান হবে।

    কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

    প্রশান্ত মন, পুণরুজ্জীবনে সাহায্য করবে। হোলির সময় থেকে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হতে চলেছে। নতুন ব্যবসা বা লাভের সম্ভাবনাও রয়েছে।

    তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

    হোলিতে আর্থিক বা অন্য সমস্যার উদ্ভব হতে পারে। তবে শীঘ্রই তা সমাধান হবে। উৎসব শেষে অর্থাগমের সম্ভাবনা।

    বৃশ্চিক : অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

    ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে এই হোলি। চাকরি বা বিবাহ প্রস্তাব আসতে পারে।

    ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

    এসময় স্বাস্থ্যের দিকে নজর রাখা দরকার, বিশেষত খাদ্যাভ্যাসে। ব্যক্তিগত সম্পর্কে নতুন মোড় আসতে পারে।

    মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

    হোলির সময় জীবনে উত্থান পতন আসতে পারে। নতুন সম্পর্ক তৈরি হতে পারে। ব্যয় নিয়ন্ত্রণ প্রয়োজন।

    কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

    এই হোলিতে সুখবর আসছে। মানসিক উদ্বেগ দূর হবে। আর্থিক সমস্যা হলেও তা শীঘ্রই কেটে যাবে।

    মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

    আনন্দে হোলি অতিবাহিত হবে। তারপরই জীবনে বড় পরিবর্তন আসবে। সমস্ত দিকে শুভ প্রভাব থাকবে।

    First published:

    Tags: Horoscope