হোম /খবর /জ্যোতিষকাহন /
কেমন কাটবে ২২ মার্চ? কী কী চমক অপেক্ষা করছে? দেখে নিন রাশিফল

Horoscope: কেমন কাটবে ২২ মার্চ? কী কী চমক অপেক্ষা করছে? দেখে নিন রাশিফল

রাশিফল ২২ মার্চ: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

রাশিফল ২২ মার্চ: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

  • Share this:

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

আত্মবিশ্বাস বাড়বে। জীবনে সন্তুষ্টি আসবে। তবে বাক সংযম প্রয়োজন। স্রোতে ভেসে থাকা যেতেই পারে।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

কাজের চাপ বাড়বে। আবার বিনোদনও থাকবে জীবনে। বড় কোনও অনুষ্ঠানের আয়োজনও করা যেতে পারে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

অর্থ ও কর্মজীবনে বড় অগ্রগতি হতে পারে। তবে পার্থিব চাহিদা পূরণ করতে গিয়ে পরিবারকে অবহেলা করা ঠিক হবে না।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

যে কোনও কাজ দৃঢ় বিশ্বাসের সঙ্গে করা যেতে পারে। কেউ সাহায্য চাইতে পারে। ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

কোনও প্রিয়জনের জীবনে সমস্যা বাড়তে পারে। সহানুভূতির সঙ্গে তাঁর কথা শুনতে হবে।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

পরিস্থিতির চাপে আত্মবিশ্বাস কমে যেতে পারে। কোনও কাজ মসৃণ ভাবে শেষ নাও হতে পারে। মনে নেতিবাচক ভাবনার জন্ম হতে পারে কারও প্রভাবে।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

দায়িত্ব কর্তব্যের চাপে মন ভারাক্রান্ত হতে পারে। কিন্তু এগুলি পালন করা ছাড়া কোনও উপায় নেই। বরং দ্রুত শেষ করে ফেলাই ভাল।

বৃশ্চিক : অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। তাতে নিজেকে অনেক সক্রিয় এবং চাপমুক্ত মনে হবে।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

সম্পর্কের জটিলতা, ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তবে চিন্তার কিছু নেই। এতে ক্ষতির সম্ভাবনা কম।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

নিজের পছন্দের অবস্থান থেকে সরতে হতে পারে। প্রাথমিক ভাবে অস্বস্তি হলেও এটি পরবর্তী কালে ভাল ফল দেবে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

কৃতকর্মের সুফল মিলতে চলেছে। নতুন কোনও পরিকল্পনা বা বিনিয়োগের জন্য এটি সুসময়।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

জীবনে স্বস্তি আসতে চলেছে। কোনও গুরুত্বপূর্ণ খবর পাওয়া যেতে পারে। বিচারাধীন মামলার নিষ্পত্তি হতে পারে।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Horoscope