হোম /খবর /জ্যোতিষকাহন /
রাশিফল ১৩ মার্চ! কেমন যাবে আগামিকাল? কী বলছে আপনার রাশি? দেখুন ভাগ্যফল একনজরে

Horoscope: রাশিফল ১৩ মার্চ! কেমন যাবে আগামিকাল? কী বলছে আপনার রাশি? দেখুন ভাগ্যফল একনজরে

রাশিফল ১৩ মার্চ: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

রাশিফল ১৩ মার্চ: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

  • Share this:
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।যে কোনও প্রচেষ্টায় পুরস্কার লাভ করা সম্ভব হতে পারে। সঞ্চয়ের চেষ্টা করতে হবে। খরচে রাশ টানা দরকার।

আরও পড়ুন: ফ্যানের গতি কমে যাচ্ছে? মিস্ত্রি না ডেকে এই ৪টি কাজ করে ফেলুন ঝটপট! ব্র্যান্ড নিউ Ceiling Fan-এর মতো দেবে ঝড়ের গতি...

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।আবেগ এবং বাস্তববোধের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে। এর ফলে কোনও ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা রয়েছে। সতর্ক থাকতে হবে।মিথুন: মে ২১ থেকে জুন ২০।আলস্যে দিন অতিবাহিত করা ঠিক হচ্ছে না। নিজের সৃজনশীলতাকে কাজে লাগানো প্রয়োজন। চারপাশের বিক্ষিপ্তিকে উপেক্ষা করাই ভাল।

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! তিনদিন লাগাতার ঝড়-জলের সতর্কতা! আবহাওয়ার লেটেস্ট আপডেট...

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।তুচ্ছ বিষয়েও অন্যের উপর নির্ভর করা যায়না, এই মানসিকতার ক্ষেত্রে সুবিধা বা অসুবিধা দুই হতে পারে। সুখবর আসতে পারে।সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।আত্মবিশ্বাস বজায় থাকবে। যদিও এই কারণেই পরিবারের কেউ বিরক্ত হতে পারেন। যে কোনও কাজে স্বচ্ছতা রাখতে হবে।কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।কল্পনারা নানা ভাবে ডানা মেলতে পারে। ভ্রমণের সুযোগ মিলতে পারে। রোমান্টিকতায় ভরপুর হতে পারে জীবন।তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।অপ্রত্যাশিত কোনও ঘটনা ঘটতে পারে। জীবন এমন কোনও সন্ধিক্ষণে এসে দাঁড়াতে পারে যেখান থেকে বড় পরিবর্তনের সূচনা হবে।বৃশ্চিক : অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।এমন কোনও মানুষের সঙ্গে দেখা হতে পারে, যিনি আদতে মুখোশধারী। দৃঢ় পদক্ষেপ করার আগে একবার ভাল করে ভেবে নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন: বাঙালিই চেনে না... কলকাতার রসগোল্লাকে বলে বলে দেয় দশ গোল! বিশ্ববিখ্যাত এই 'অ্যাটম বোমা' রসগোল্লা কোথায় পাবেন? আপনি জানেন তো?

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।সুযোগ সহজেই আসবে। তবে তা গ্রহণের জন্য অতিরিক্ত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই।মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।আবেগের বদলে যৌক্তিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে। ঘনিষ্ঠ কেউ পিছনে ষড়যন্ত্র করতে পারে। মনের কথা শুনে সিদ্ধান্ত নিতে হবে।কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।গত কয়েকদিন যে সব বড় পরিকল্পনা করা হয়েছে, তা থেকে এখন খানিকটা ভীতি তৈরি হতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে পদক্ষেপ করতে হবে।মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।অতীতের কোনও খারাপ ঘটনা মনের উপর প্রভাব ফেলতে পারে। অস্বস্তি বজায় থাকবে। পরিজনের সঙ্গে কথা বললে মন শান্ত হতে পারে।
Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Astrology, Zodiac