হোম /খবর /জ্যোতিষকাহন /
রাশিফল ৩০ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

রাশিফল ৩০ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

রাশিফল ৩০ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

রাশিফল ৩০ জানুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

  • Share this:

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।অন্যদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা আছে, যতটা সম্ভব নিরপেক্ষ থাকুন।

আরও পড়ুন: দেশের সবচেয়ে নোংরা ১০টি ট্রেন কোনগুলি? তালিকার 'দুই' নামেই বিরাট চমক! অজান্তে টিকিট কাটলে আফসোসের শেষ থাকবে না! দেখুন লিস্ট

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।মনোযোগের দ্বারা অনেক কাজ সামলাতে পারলে সময়ের মধ্যেই তা শেষ হয়ে যাবে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।কোনও কথা বলার আগে তার সত্যাসত্য যাচাই করে নিতে ভুলবেন না।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।অন্যেরা স্পর্শকাতর হয়ে থাকবেন, তাই সাবধানে কথা বলতে হবে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।বিশ্বাসযোগ্য কারও সঙ্গে মন খুলে কথা বললে সমস্যার সমাধান মিলবে।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।পরনিন্দা-পরচর্চায় যাবেন না, এছাড়া মন খুলে কথা বললে অসুবিধা নেই।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।অন্যেরা আপনার কথা বুঝতে চাইবেন না, মুষড়ে না পড়ে নিজের কাজ করে যান।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।ঘন ঘন মেজাজ বদলাবে অন্যের ব্যবহারে, যতটা সম্ভব ভাল বন্ধুদের সঙ্গে থাকুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।প্রয়োজন বুঝে কাজে সময় দিন, না হলে কোনও কাজই শেষ হবে না।

আরও পড়ুন: '৯ মাস বাদে বাড়ি ফিরবে তো মেয়ে...?' পথ চেয়ে আকুল অপেক্ষায় বাংলার 'বিশ্বকাপ সেরা' তিতাসের মা

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।কাজের প্রতি একনিষ্ঠ থাকতে পারলে উন্নতির পথ প্রশস্ত হবে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।আবেগপ্রবণতা কাছের বন্ধুদেরও দূরে ঠেলে দিতে পারে, তাই আচরণে সংযত থাকুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।উন্নতির সুযোগ আসবে ছদ্মবেশে, তাই কর্মক্ষেত্রে কাজের ব্যাপারে সজাগ থাকুন।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Daily Horoscope, Horoscope