হোম /খবর /জ্যোতিষকাহন /
রাশিফল ১৫ এপ্রিল: পয়লা বৈশাখ দিনটি কেমন কাটবে? রাশি মিলিয়ে দেখে নিন...

রাশিফল ১৫ এপ্রিল: পয়লা বৈশাখ দিনটি কেমন কাটবে? রাশি মিলিয়ে দেখে নিন...

রাশিফল ১৫ এপ্রিল: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

রাশিফল ১৫ এপ্রিল: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

  • Share this:

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।অন্যদের প্রতি সহমর্মিতাই দিনের প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করবে।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

পরিস্থিতি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পরিবেশ তৈরি করবে, সিদ্ধান্ত যেন সঠিক হয়।

আরও পড়ুন: শাখা সিঁদুরে... ২৫ বছর পর স্বামী সংসারে 'বিধবা' স্ত্রী! পিছনে 'বড়' গল্প, যেন এক রূপকথা!

মিথুন: মে ২১ থেকে জুন ২০।আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারলে যে কোনও বাধা জয় করা সহজ হবে।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।পরিবার এবং তার সদস্যদের যত্ন নেওয়ার দিন, দিনের শেষে ওখানেই ফিরতে হবে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।পেশাদার আচরণের পথে বাধা হয়ে উঠবে আবেগ, তাকে সামলে রাখতেই হবে।

আরও পড়ুন: রাজেশ খান্নার 'ইচ্ছে' অপূর্ণই থেকে যায়...! ৫ মাস কেন ছোট মেয়ের মুখ দেখেননি সুপারস্টার? কারণ জানলে অবাক হবেন!

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।বিবাদে জড়ানোর আগে পরিস্থিতি খতিয়ে দেখুন, সমস্যার সমাধান আপসেই হয়ে যাবে।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।কোনও কিছু ঠিক মনে না হলে স্পষ্ট ভাবে সেটা বলুন, তাহলেই অন্যেরা সজাগ হবেন।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।চারপাশের সবাই স্পর্শকাতর হয়ে থাকবেন, বুঝে-শুনে পদক্ষেপ করুন।

আরও পড়ুন: দই 'নুন' দিয়ে খাবেন, না 'চিনি' দিয়ে...? কী ভাবে Curd খেলে বেশি উপকার? জানুন কী বলেছে আয়ুর্বেদ!

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।নিজের চাহিদার কথা স্পষ্টাস্পষ্টি না বললে সুবিধা হবে না, তাই উদ্যোগী হন।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।বিবাদে উত্তপ্ত দিন কাটবে, অতএব মাথা ঠাণ্ডা রাখা বাঞ্ছনীয়।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।নিজের অধিকারের জন্য লড়তে হবে, না হলে ন্যায্য প্রাপ্য মিলবে না।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।সরাসরি সংঘর্ষে না গিয়ে যুক্তি ব্যবহার করুন, বিপক্ষ পরাজিত হবে।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Horoscope