#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আগামিকাল কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আপনি অনেকদিন ধরেই সম্পর্ককে অবহেলা করেছেন, আজ পার্টনারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কথাবার্তা বলুন। আজ কর্মক্ষেত্রে প্রতিপক্ষকে নিজের ক্ষমতা দেখানোর দিন।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। সম্পর্কের ক্ষেত্রে কাউকে খুব বেশি সাধতে যাবেন না, যিনি আসবেন তিনি এমনিতেই আসবেন। আজ কিন্তু কাজের চাপ বাড়তে পারে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ পার্টনারের সঙ্গে সময় কাটানোর দিন। কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের এবং ভালো ভালো কাজের সুযোগ আসবে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আপনি নিজের সঙ্গীকে আপনার মতো করে পেতে চান, এই চাওয়াটাই কিন্তু ঠিক নয়। আজ কর্মক্ষেত্রে হতাশাগ্রস্ত হতে পারেন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। সামান্য শারীরিক অসুস্থতাও আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। বকেয়া কাজ আপনার সারাদিনের সময় ব্যয় করবে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ আপনার সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ দিন। যাঁরা মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত তাঁদের জন্য আদর্শ দিন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আপনি অনেকদিন ধরে শরীরচর্চা অবহেলা করছেন, চেষ্টা করুন পুনরায় শুরু করার। আজ মাথা খাটাতে হয় এমন বিষয়ের সঙ্গে যুক্ত কোনও কাজে অগ্রসর হবেন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ আপনি সকলের সম্মুখেই আপনার পার্টনারের প্রতি ভালোবাসা দেখাবেন। অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে।
আরও পড়ুন- পঞ্জিকা ১১ মে! আগামিকালের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আপনার কর্মজীবনের অত্যধিক চাপ আপনার পার্টনারকে দূরে সরিয়ে দেবে। কর্মক্ষেত্রে দারুন কাজের সুযোগ অপেক্ষা করে রয়েছে। স্বাস্থ্যও ভালো থাকবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ আপনি নিরাপত্তাহীনতার কারণে পার্টনারকে অবিশ্বাস করতে পারেন। আজ কর্মক্ষেত্রে আপনাকে নিজের অবস্থান ঠিক করে নিতে হবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। সম্পর্কের ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। চেষ্টা করুন সম্পর্ককে পরিণতি দেওয়ার। কোনও প্রকারের পার্টনারশিপ থেকে সরে দাঁড়াতে চাইলে বিনয়ী হয়ে সরে দাঁড়ান।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ ফ্লার্টিং করতে মন চাইলেও মনে রাখবেন এসব বিষয়ে খুব বেশি সিরিয়াস না হওয়াই ভালো। গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা সুখবর পাবেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope