কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
আবেগ থাকবে নিয়ন্ত্রণে, বুদ্ধি থাকবে ধারালো, যে কোনও কাজে আত্মবিশ্বাসে সিদ্ধিলাভ হবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
অন্যের উত্তপ্ত স্বভাবের সঙ্গে নিজের শান্তিপ্রিয় স্বভাবের বনিবনা হবে না, দূরত্ব বজায় রাখুন।
আরও পড়ুন: মেয়েদের শরীরে বার বার বাসা বাঁধে ‘এই’ রোগ, লাল টুকটুকে মিষ্টি ফলেই হতে পারে বাজিমাত!
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
একসঙ্গে বহু কাজ সামলাতে হবে, অন্যেরা সহজেই আপনার কথায় প্রভাবিত হবেন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
সব ভণিতা ছেড়ে নিজের মতো থাকুন, তাহলেই আপনার স্বকীয়তা উন্নতির সহায়ক হবে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
অপরিমিত কর্মোদ্যোগ হাতছানি দেবে, নতুন পদক্ষেপের ক্ষেত্রে তাকে কাজে লাগাতে হবে।
আরও পড়ুন: এই সুন্দরীর সঙ্গে এক সময় চুটিয়ে প্রেম করেছেন, ধোনির ‘প্রাক্তন’ প্রেমিকা রাইকে চেনেন?
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
জীবনের নানা ক্ষেত্রে নতুন শুরুর ডাক এসেছে, উদ্যোগী না হলে গতে বাঁধা পড়ে যাবেন!
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
অন্যের ক্ষতি না করেও নিজের ভাল বুঝে নেওয়া যায়, তাই একটু স্বার্থপর হন।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
সবাই আপনার বুদ্ধিবত্তার প্রশংসা করবেন, তাই মন খুলে মতামত দিন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
নিজের ক্ষমতাকে অবহেলা করবেন না, পাশাপাশি তুচ্ছ বিষয়ে বিবাদে জড়াবেন না।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
পুরনো সব কিছু ধুয়ে-মুছে নতুন শুরুর সময় এসেছে, তার পদক্ষেপ করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
অন্যেরা আপনাকে বুঝতে ভুল করতেই পারে, সমস্যা কোথায় সেটা মন খুলে বলুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
দিনটি আবেগতাড়িত হলেও তার সদ্ব্যবহার জীবনে উন্নতি ডেকে নিয়ে আসবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope 2023