কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন কালকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
এত রকমের সুযোগ আসতে চলেছে যে বিভ্রান্তি তৈরি হতে পারে। ধৈর্য ধরে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
অকারণ উদ্বেগ কাজ করবে। ভিত্তিহীন জেনেও দুশ্চিন্তা করা থেকে নিজেকে নিরস্ত করা যাবে না। কাছের মানুষের সাহায্য নিতে হবে।
আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রা শেষে এ কী হাল রাহুল গান্ধির! হলফ করে বলা যায় চিনতে পারবেন না, দেখুন
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
অন্যের কারণে এখন যে সমস্যা হচ্ছে তা থেকে বের করে আনার জন্য অনেকে সাহায্য করবেন। কিন্তু ভবিষ্যতে সচেতন থাকতে হবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
কেউ সাহায্য চাইতে আসতে পারেন। ছোটখাটো ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
নিজের মজার ব্যক্তিত্ব দ্বারা অন্যকে আকৃষ্ট করা সম্ভব হবে। প্রেম বা রোমান্সের জন্য এসময় ঝুঁকিপূর্ণ।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
কোনও সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এ থেকে শিক্ষা নেওয়া যেতে পারে।
আরও পড়ুন: অ্যাডমিট কার্ড না নিয়েই মাধ্যমিক পরীক্ষার হলে ছাত্রী, এগিয়ে এলেন সিভিক ভলান্টিয়ার! তারপর...
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
যে কোনও বিষয়ে যুক্তিযুক্ত ভাবে এবং সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করতে হবে। খাদ্যাভ্যাসে পরিবর্তন প্রয়োজন।
বৃশ্চিক : অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
কারও কাছে কোনও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা ঠিক হবে না। অপ্রিয় সত্যকে স্বীকার করার মতো মনের জোর রাখতে হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
সামাজিক যোগাযোগের উপর জোর দেওয়া দরকার। নিজের নমনীয় মনোভাবের কারণে অন্যের উপর প্রভাব বিস্তার করা সম্ভব হবে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
গভীর চিন্তাভাবনা প্রয়োজন এমন কাজ আদর্শ হতে পারে। শিক্ষক, আইনজীবী, রাজনীতিবিদদের পেশাগত সাফল্য আসতে পারে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
কাউকে ভাল কোনও পরামর্শ দেওয়া যেতে পারে। মতভেদ দূর করে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করলে আনন্দ পাওয়া যেতে পারে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকবে। হতাশা কাটাতে নতুন উপায় খুঁজে বের করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope 2023