#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন ২ মে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সম্পর্ক হোক পরিবার, ২ মে আপনি দারুন ব্যালেন্স করে চলবেন। অর্থকড়ি সংক্রান্ত সমস্যায় আপনি সুরাহা করতে পারবেন।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। সম্পর্কে খানিকটা স্পেস ও সময় দিতে চেষ্টা করুন। অর্থকড়ির বিষয়ে বর্তমানে ভাগ্য আপনায় সহায় রয়েছে। তবে অফিসে আপনাকে নিয়ে কারও হিংসে হতে পারে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আনন্দ করুন তবে মাথায় রাখবেন তার জন্য যেন কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে না হয়। কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি পাবে।
আরও পড়ুন : ওরাকল স্পিকস ২ মে, দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। ২ মে দিনটি আপনার জন্য বেশ রোম্যান্টিক এবং একই সঙ্গে বেশ ইমোশনালও থাকবে। কাছের কোনও মানুষের থেকে কেরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ উপদেশ পাবেন।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। ২ মে বন্ধুদের সঙ্গে সময় কাটান, সেখানেই পছন্দের কাউকে পেয়ে যেতে পারেন। অর্থকড়ি এবং কর্মক্ষেত্রে পরিবর্তন আনার দিন।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। ২ মে নতুন সম্পর্ক বানানোর দিন। কর্মক্ষেত্রে হোক বা পার্টিতে অনেকের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে ট্যালেন্টের প্রশংসা পাবেন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আপনার আশেপাশেই পছন্দের মানুষ রয়েছেন, তবে আপনি তাঁদের খুঁজে পাচ্ছেন না। কর্মক্ষেত্রে নিজের অধস্তনদের প্রতি সহানুভূতিশীল হন।
আরও পড়ুন : চোখ কেন কাঁপে জানেন? কোন চোখ কাঁপলে কী হয়? শুভ–অশুভ কীসের ইঙ্গিত দেয় 'চোখ'!
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। ২ মে পার্টনারের সঙ্গে সময় কাটানো যেতে পারে। এমন কারও সঙ্গে দেখা হতে পারে যিনি আপনাকে দারুন কেরিয়ারের সুযোগ দেবেন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। পার্টনারের সঙ্গে খিটিমিটি বাধলেও চেষ্টা করুন সামলে চলতে। কাছের মানুষের থেকে অপ্রত্যাশিত উপহার পেতে তৈরি থাকুন।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আপনার এবং আপনার পার্টনারের মধ্যে নতুন ভাবে আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার জন্য আদর্শ একটি দিন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। প্রেম নিয়ে অত বেশি খুঁতখুঁতে হবেন না। চেষ্টা করুন ভালোবাসার মানুষ খুঁজতে। কর্মক্ষেত্রে চেষ্টা করুন কেজো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখতে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। সম্পর্কে নানা ধরনের পরিবর্তন আসতে চলেছে। চেষ্টা করুন জমানো অর্থ ব্যয় না করার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope