হোম /খবর /জ্যোতিষকাহন /
পার্টনারের সঙ্গে মতের অমিল হতে পারে, রাশি মিলিয়ে দেখুন আজ কেমন যাবে আপনার দিন

Horoscope Today|| পার্টনারের সঙ্গে মতের অমিল হতে পারে, রাশি মিলিয়ে দেখুন আজ কেমন যাবে আপনার দিন

রাশিফল ২৭ অগাস্ট: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

রাশিফল ২৭ অগাস্ট: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

Daily horoscope 27 August, 2022: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

  • Share this:

#কলকাতাঃ ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এ ক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

আপনি আজ সমস্ত কাজই ইমোশনালি করবেন এবং এতে সাফল্যও পাবেন। আজ সারাদিন আপনার এনার্জি তুঙ্গে থাকবে।

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।

আজ বাইরে থেকে আপনাকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে আপনি খুবই অস্থির হয়ে থাকবেন। যাঁরা কনস্ট্রাকশনের ব্যবসায় রয়েছেন তাঁরা উন্নতি করবেন।

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।

আজ নানা কারণে আপনি বিভ্রান্ত থাকবেন। আপনি আজ বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে নিজেকে খুব ব্যস্ত রাখবেন, তবে আপনাকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।

আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে কাটতে চলেছে। আপনি এবারে সম্পর্কে যাওয়ার জন্য প্রস্তুত। কেরিয়ার সম্পর্কিত বিনিয়োগের আগে নিজেকে সতর্ক করুন।

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

আজ আপনি খানিকটা বিভ্রান্তিতে ভুগবেন। আজ আপনার রুটিনের পরিবর্তন হতে চলেছে। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দিনটি আদর্শ।

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

আজ আপনার আশ্চর্যজনক কিছু অভিজ্ঞতা হতে পারে। পার্টনারকে নিয়েও আপনার মনে নানা প্রশ্ন জাগতে পারে। নিজের স্বার্থের জন্য আজ আপনি আক্রমণাত্মক অবস্থান নিতে পারেন।

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ। নিজেকে যত্ন করার আজ সেরা দিন। কাজের চাপে পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ক্রমশ ধূসর হয়ে আসছে।

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

আজ পার্টনার এবং আপনার মধ্যে নানা বিষয় নিয়ে মতান্তর হতে পারে। তবে আপনি নিজের অবস্থান থেকে নড়বেন না। যদিও আজ আপনাকে অনেকেই ভুল ভাবতে পারেন।

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

আজ আপনাদের সম্পর্কে নানা সমস্যা হতে পারে। কেরিয়ার নিয়ে আপনি নানা মতের ফাঁদে পড়তে চলেছেন। তবে আজ আপনার স্বাস্থ্য খুব ভাল থাকবে।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

আজও আপনাকে খানিকটা মানিয়ে চলতে হবে। সম্পর্ক নিয়ে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতে চলেছেন। আজ নানা দিকে আপনাকে মনোযোগ দিতে হবে।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

আজ বন্ধুত্ব উদ্‌যাপনের দিন। অতীতের পরিচিত কারও সঙ্গে দেখা হতে চলেছে। যাঁরা আপনাকে আর কোনও ভাবেই প্রভাবিত করতে পারছেন না তাঁদের থেকে এবার দূরে চলে আসার সময়।

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

আজ বেশ খোশমেজাজেই থাকবেন। আজ আপনার পছন্দের সঙ্গীর সঙ্গে প্রথম দেখা হতে চলেছে। তবে আর্থিক বিষয়ে সাবধান হতে হবে, বিশেষত আগামী দিনগুলির জন্য।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Daily Horoscope