#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে (Daily Horoscope) বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
আরও পড়ুন : ওরাকল স্পিকস ২১ মার্চ: দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। গুজবে কান না দিয়ে নিজের মতামতের ওপর নির্ভর করাই ভাল। মন দিয়ে কাজ করতে হবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। নতুন কিছু শুরু করার জন্য আদর্শ দিন। স্থায়ী সম্পর্কের সূচনা হতে পারে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। উচ্চশিক্ষায় সুযোগ, সম্পর্কের জটিলতা সারানোর সময়।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। নতুন জীবনসঙ্গীর খোঁজ মিলতে পারে। কঠিন পরিশ্রমের প্রশংসা মিলবে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আত্মবিশ্বাস প্রবল থাকবে (Daily Horoscope)। কাজের জায়গায় পরিবর্তনের সুযোগ মিলতে পারে।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। সারা দিনে অসংখ্যবার মত পরিবর্তন হতে পারে। সমস্ত প্রচেষ্টা একের পর এক সাফল্যের সঙ্গে সম্পন্ন হবে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। অপ্রত্যাশিতভাবে কিছু হারানো সম্পদ ফিরে সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। কর্মক্ষেত্রে পিছন থেকে ছুরি মারা ব্যক্তির মুখোশ খুলে যেতে পারে আজ। মেজাজ হারিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : WhatsApp-এ নাগাড়ে চ্যাট চালাচ্ছেন সঙ্গী? সহজ উপায়ে ধরে ফেলুন ওপারে কে!
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। দিনটি ঘটনাবহুল। সরকারি কর্মচারীদের জন্য দিনটি বেশ ফলদায়ক।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ কারও অনুরোধ ফিয়ে দেওয়া সম্ভব হবে। রোমান্টিক সম্পর্কে আজ বিরক্তি বোধ হতে পারে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ প্রেম, সম্পর্ক এবং পরিবারে (Daily Horoscope) মনোযোগ দেওয়ার দিন। যারা অন্যায় করেছে আজ তাদের ভুলে যেতে হবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ আনন্দ এবং উৎসাহ তুঙ্গে থাকবে। ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু বিভ্রান্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Daily Horoscope, Horoscope