হোম /খবর /জ্যোতিষকাহন /
পঞ্জিকা ১৪ সেপ্টেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য

Panchang|| পঞ্জিকা ১৪ সেপ্টেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

১৪ সেপ্টেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে।

  • Share this:

#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।

এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/is-work-from-home-going-to-end-as-it-companies-started-calling-their-employees-to-office-after-vaccination-dc-658206.html

ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১৪ সেপ্টেম্বরের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল মঙ্গল এবং এই অষ্টমী তিথি থাকবে ১৪ সেপ্টেম্বর দুপুর ১টা ০৯ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের নবমী তিথি।

ভাদ্রমাসের শুক্লপক্ষের এই অষ্টমী তিথি রাধাষ্টমী বা রাধা জয়ন্তী নামেও সুপরিচিত। আবার, এই তিথিতেই আজকের দিনে উদযাপিত হবে মাসিক দুর্গাষ্টমী ব্রত।

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/know-details-about-aadhaarshila-special-insurance-scheme-dc-658183.html

পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১৭ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১৪ সেপ্টেম্বর দুপুর ১টা ৩১ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১৫ সেপ্টেম্বর রাত ১২টা ২১ মিনিটে।

এই ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির নক্ষত্র হল জ্যেষ্ঠা। ১৪ সেপ্টেম্বর, সকাল ৭টা ০৫ মিনিট পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে মূলা নক্ষত্র।

সূর্য অবস্থান করবে সিংহ রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে ১৪ সেপ্টেম্বর, সকাল ৭টা ০৫ মিনিট পর্যন্ত, তার পরে গমন করবে ধনু রাশিতে।

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/senior-citizen-duped-of-6-lac-rupees-in-the-name-of-sim-card-verification-dc-657828.html

শুভ মুহূর্ত- ১৪ সেপ্টেম্বর অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা ৫৮ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৪৬ মিনিটে। অমৃতযোগ ১৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে রাত ১১টা ৫৪ মিনিটে, শেষ হচ্ছে ১৫ সেপ্টেম্বর রাত ১টা ২৫ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।

অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ১৪ সেপ্টেম্বর রাহুকাল শুরু হচ্ছে দুপুর ৩টে ৩৫ মিনিটে, শেষ হচ্ছে বিকেল ৪টে ৫৬ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Panchang