নয়াদিল্লি: নামের মধ্যেই নিহিত থাকে আমাদের আসল পরিচয়। ফলে শিশুর জন্মের পর সংখ্যাতত্ত্ব অনুযায়ী নামকরণ করা হলে তাঁর জীবন সাফল্যে ভরে যায়। ঠিক একই রকম ভাবে ব্যবসা শুরু করলেও তার নাম সংখ্যাতত্ত্ব মেনেই ঠিক করা উচিত।
আসলে এই বিষয়টার উপরেই নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাফল্য এবং ব্যর্থতা। বহু সময়ই দেখা যায় যে, নামের নেতিবাচকতার কারণে যথেষ্ট উদ্যম থাকা সত্ত্বেও ব্যবসা সাফল্য লাভ করতে পারে না।
আরও পড়ুন- বিশেষ তারিখ ২৫! এই দিনে জন্ম হলে কেমন হবে চরিত্র? জানুন সংখ্যাতত্ত্ব
তাহলে বোঝাই যাচ্ছে যে, সংখ্যাতত্ত্ব মেনে নাম দেওয়ার উপরেই নির্ভর করে প্রতিষ্ঠান বা সংস্থার অগ্রগতি। তাই নিজের নাম অথবা অংশীদার থাকলে তাঁর নামের ইতিবাচক দিকের সঙ্গে সাযুজ্য রেখেই প্রতিষ্ঠানের নাম নির্ধারণ করা উচিত।
নামের ইতিবাচক দিকের সঙ্গে থাকে সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মচারীদের উদ্ভাবন ক্ষমতা। এই ইতিবাচকতার কারণ দারুন ভাবে ফল লাভ করতে পারবে প্রতিষ্ঠান।
আর কার্যকলাপ বা পারফরমেন্স আরও মজবুত করার জন্য একটা সৌভাগ্যশালী ব্যবসায়িক নাম বেছে নিতে হবে। যেহেতু সংখ্যা আমাদের জীবনে বেশ বড়সড় ভূমিকা পালন করে, তাই নিজের নতুন উদ্যোগ কিংবা সদ্যোজাত সন্তানের জন্য সঠিক নাম বেছে নেওয়ার পন্থাটা জানতে হবে।
সেই সব সংখ্যা সম্পর্কে জেনে নিজের জীবনে তার অর্থ বিশ্লেষণ করে নিতে হবে। আর এগুলি বিশ্লেষণের মাধ্যমেই নিজের এবং পারিপার্শ্বিক জীবনের বহু গোপন বিষয়েরই সন্ধান পাওয়া যায়।
আর নিজের সন্তান জন্মানোর সময় কিংবা নিজস্ব প্রতিষ্ঠান শুরু করার আগে সংখ্যাতত্ত্ব মেনে অনেতকেই নামকরণ করতে চাইবেন। কিন্তু এর উপায়টা ঠিক কী।
আসলে বিষয়টা প্রথমে জটিল মনে হলেও তেমনটা আদতে নয়। নাম রাখার পদ্ধতি শিখে সঠিক নামকরণের জন্য বৈদিক নিউমেরোলজি বা বৈদিক সংখ্যাতত্ত্বের সাহায্য নেওয়া যেতে পারে।
আরও পড়ুন- গভীর জঙ্গলে দেবীর দর্শন পেতে প্রতিদিনই বাড়ছে ভিড়, কারণ জানলে চমকে যাবেন!
এখান থেকেই আসলে হিসেব কষে বার করা যাবে নবজাতক সন্তান কিংবা নিজের প্রতিষ্ঠানের মূল সংখ্যাতত্ত্ব সংখ্যা। মনে রাখা বাঞ্ছনীয় যে, নাম মিলিয়ে ভাগ্য নির্ধারণের বিষয়টা একেবারেই নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত। এটা জীবনে চলার পথে অনেক সাহায্য করবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Numerology