মহাজাগতিক নানা দৃশ্য মানুষকে আকৃষ্ট করে। মহাকাশে গ্রহ, নক্ষত্রের অবস্থান বিচার করে মানুষের ভাগ্য গণনা করা যায় বলে মনে করে ভারতীয় জ্যোতিষশাস্ত্র।
২৩ মে ২০২৩ তারিখে সন্ধের পর মহাকাশে দেখা গিয়েছে এক আশ্চর্য ঘটনা। পরস্পর কাছাকাছি আসবে গ্রহ, তারকারা। আর তার প্রভাবে মানুষের জীবনে ঘটবে নানা উত্থান-পতন।
জ্যোতিষাচার্য শিবকুমার শর্মা দাবি করেছেন, ২৩ মে, মঙ্গলবার সন্ধেয় এমন একটি যোগ তৈরি হয়েছে, যা খুব বিরল। বছরের পর বছর অপেক্ষা করলে এই যোগ গঠিত হয়। এই যোগের ফলে বিভিন্ন রাশির জাতক-জাতিকা নানা ভাবে লাভবান হবেন।
আসলে, ২৩ মে সন্ধেয়, চাঁদ এবং শুক্র একে অপরের খুব কাছাকাছি এসেছে। শুধু তাই নয়, মঙ্গলও আসবে এদের কাছাকাছি। চাঁদ, শুক্রের থেকে মাত্র ১৭ ডিগ্রি দূরে থাকবে মঙ্গল। ২৩ মে সূর্যাস্তের পর এমনই অবস্থান থাকবে গ্রহ, তারকাদের। শুভ এই সময় থাকবে রাত ৯টা পর্যন্ত। খোলা জায়গা থেকে খালি চোখেই দেখা যাবে এই অপূর্ব দৃশ্য।
বর্তমানে শুক্র ও চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে। এই দিন সন্ধে সাড়ে ৭টার দিকে চাঁদ ও শুক্রের দূরত্ব থাকবে মাত্র ৩৪ ডিগ্রি। এই কারণে এদের একেবারে কাছাকাছি দেখা যাবে। এর একটু উপরে, মঙ্গলকে দেখা যাবে প্রায় ১৭ ডিগ্রি দূরত্বে। মঙ্গল এই সময় রয়েছে কর্কট রাশিতে।
পৃথিবীর মতো মঙ্গলময়
আসলে, মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়। কারণ মঙ্গলের চেহারাও প্রায় পৃথিবীর মতো, শুধু এর রঙ লাল। জ্যোতিষশাস্ত্রে চন্দ্র, শুক্র ও মঙ্গল গ্রহের সংমিশ্রণকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। কথিত আছে যে কোনও ব্যক্তি সম্পত্তি, গৃহ ইত্যাদি পেতে আগ্রহী হলে এই সময়ে তার রাশিতে একটি শুভ যোগ তৈরি হতে শুরু করবে। এছাড়াও, তাঁদের ভবিষ্যতের জমি সংক্রান্ত উদ্বেগ দূর হবে। নতুন দম্পতিদের মধ্যে প্রেমের অনুভূতি বাড়বে। ভালবাসা ও উৎসর্গের অনুভূতিও থাকবে।
আরও পড়ুন: এগরা-বজবজ-বিস্ফোরণ! রাজ্যজুড়ে ২০০০ কেজি ‘নিষিদ্ধ’ বাজি উদ্ধার! শুধু হুগলিতেই ৯০০ কেজি…
আরও পড়ুন: Crime News: জঙ্গলে ওটা কী পড়ে? সামনে গিয়ে দেখতেই বিরাট আতঙ্ক এলাকায়!
উন্নতির যোগ—
এই সময় জমির মূল্য বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। যাঁরা শিল্প, সঙ্গীত, নাটক, সাহিত্য ইত্যাদির সঙ্গে জড়িত, তাঁরা এই গ্রহের মিলনের কারণে উন্নতি করতে পারবেন। আগামী এক মাস প্রচুর শুভ যোগ তৈরি হতে চলেছে। এই সব যোগ শিল্পীদের খ্যাতি বৃদ্ধিতে সাহায্য করবে।
পাশাপাশি যাঁরা দীর্ঘস্থায়ী গলা সংক্রান্ত রোগে ভুগছেন তাঁরাও নিরাময় পেতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।