হোম /খবর /জ্যোতিষকাহন /
বাড়িতে পাখির বাসা শুভ না অশুভ, জেনে নিন জ্যোতিষ ঠিক কী বলছে

Astro: বাড়িতে পাখির বাসা শুভ না অশুভ, জেনে নিন জ্যোতিষ ঠিক কী বলছে

বাড়িতে পাখির বাসা শুভ না অশুভ

বাড়িতে পাখির বাসা শুভ না অশুভ

Astro: জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়িতে পাখির বাসা বা মৌচাক খুব গুরুত্বপূর্ণ সঙ্কেত দেয়।

  • Share this:

নিউ দিল্লি: জ্যোতিষশাস্ত্রে গাছপালা থেকে শুরু করে পশু-পাখিকে শুভ বলে মনে করা হয়। শাস্ত্রেও অনেক পশু-পাখিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় কিছু পাখি আমাদের বাড়িতে এসে বাসা তৈরি করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়িতে পাখির বাসা বা মৌচাক খুব গুরুত্বপূর্ণ সঙ্কেত দেয়। এই ধরনের পাখি বা মৌমাছির আগমন সংশ্লিষ্ট গৃহস্থের বাড়িতে কিছু বিশেষ ইঙ্গিত দেয়।

ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেছেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বাড়িতে পাখি বা চড়ুইয়ের বাসা তৈরি করা, সেই বাড়িতে বসবাসকারীদের জন্য শুভ। যে বাড়িতে পাখি বাসা বাঁধে, সেখানে সুখ-সমৃদ্ধি আসে।

জ্যোতিষ আচার্য জানান অনেক সময়ে পায়রার বাড়িতে এসে বাসা তৈরি করে। এই সঙ্কেত বাড়িতে বসবাসকারী মানুষের জন্য অর্থের আগমনের লক্ষণ। জ্যোতিষ মতে, বাড়িতে পায়রার বাসা তৈরি করা শুভ। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে পায়রা বাসা বানায়, সেখানে ধন-সম্পদে সুখ-শান্তি থাকে।

বাদুড় যদি কারো বাড়িতে বাসা বানায় তাহলে তা তার জন্য অশুভ বলে বিবেচিত হবে। বাদুড় ঘরে আসা ভালো নয়। এর মানে হল যে আপনাকে ভবিষ্যতে সতর্ক হতে হবে।

আরও পড়ুন, রাশিফল ২৭ ফেব্রুয়ারি: দেখে নিন কেমন যাবে আজকের দিন

আরও পড়ুন, পঞ্জিকা ২৭ ফেব্রুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং অন্য লগ্ন

আমাদের বাড়িতে কিংবা বাগানে অনেক সময় মৌমাছির মৌচাক তৈরি করে। কিন্তু বাড়িতে মৌমাছির মৌচাক তৈরি করা মোটেই ভালো লক্ষণ নয়। আপনার বাড়িতেও যদি মৌমাছির মৌচাক থাকে তবে তা দ্রুত সরিয়ে ফেলুন, বড় দুর্ঘটনা ঘটতে পারে।

এই প্রতিবেদনে লেখা সমস্ত তথ্য জ্যোতিষের নিজস্ব। নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Aastrology, Astro Tips, Bird