#অমরাবতী: যেকোনও মুহূর্তে গ্রেফতার হতে পারেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ চন্দ্রবাবুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের ৷ ২০১০ সালে গোদাবরী নদীর বাবলি প্রকল্প ঘিরে প্রতিবাদের জেরে নাইডুর বিরুদ্ধে মামলা দায়ের ৷
মহারাষ্ট্রের নানদেদ জেলার ধর্মাবাদ আদালতে মামলা দায়ের ৷ নাইডু-সহ আরও ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ৷
২০১০ সালে বিরোধীদের আসনে শীর্ষস্থানে ছিল টিডিপি ৷ স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বাবলি প্রকল্প এলাকায় গিয়েছিলেন নাইডু এবং টিডিপি সদস্যরা ৷ ২০১০ সালে গোদাবরী নদীর ওপরে বাবলি বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন তাঁরা ৷ গ্রেফতার করা হয় তাদের ৷ গ্রেফতার হওয়া স্বত্ত্বেও জামিনের আবেদন জানাননি নাইডু-সহ অন্যান্য সদস্যরা ৷ পুনের সেন্ট্রাল জেলে একমাস বন্দি ছিলেন তাঁরা ৷
আরও পড়ুন: একনাগাড়ে ৭০ বার বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে জারি লাল সতর্কতা
নাইডু ছাড়াও জলসম্পদ মন্ত্রী দেভিনেনি উমামবাহেস্বরা রাও এবং সামাজিক কল্যাণ মন্ত্রী আনন্দ বাবু, প্রাক্তন সাংসদ জি কমলাকরের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে ৷
আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে একটি বড়সড় ইস্যু করতে চাইছে টিডিপি ৷ এর পাশাপাশি সামনেই রয়েছে তেলেঙ্গানা ভোট ৷ তার আগে বিজেপিকে জোরাল ধাক্কা দিতে আদালতে হাজিরা দিতেও প্রস্তুত ৷ এই প্রসঙ্গে রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী তথা নাইডু-র ছেলে লোকেস বলেন, ‘তেলেঙ্গানার মানুষের কথা ভেবে লড়াই চালাবেন নাইডু ৷ এই মামলার পরিপ্রেক্ষিতে যদি বাবাকে গ্রেফতারও হতে হয় ৷ তবু তিনি জামিনের আবেদন করবেন না ৷’