#মুম্বই: বলিউডের শহেনশাহ এবার সোজাসুজি বকাঝকা করে উঠলেন ট্যুইটারে ৷ তাও আবার এক সাধারণ যুবককে ! আর অমিতাভ বচ্চনের বকা খেয়ে, যুবক এখন একেবারে শায়েস্তা ৷ ক্ষমাও চেয়েছেন মা-বাবার কাছে!
গপ্পোটা হল, এক যুবক ট্যুইটারে মা-বাবাকে অসম্মান করে লেখেন, আমি খুব বিরক্ত যে আমার মা-বাবা আমাকে শুধু বাঁচিয়ে রেখেছেন। আমাকে শুধু এক জন মানুষ তৈরি করাই কি তাঁদের কাজ? আমার বিল কে মেটাবে? আমি? এটা তো আমার করার কথা নয়।’
যুবকের এই ট্যুইট চোখে পড়ে অমিতাভের ৷ ব্যস, শুরু হয় ট্যুইটার শাসন ৷ যুবককে উদ্দেশ্য করে বিগ বি লেখেন, ‘তোমার মা-বাবাকেও তো তাঁদের মা-বাবারা জন্ম দিয়েছেন। তাঁরা কি কোনওদিন তাঁদের বিল নিয়ে চিন্তায় ছিলেন !’