হোম /খবর /উত্তরবঙ্গ /
বেতন নেই গত পাঁচ মাস, প্রবল ক্ষোভে এ কী করে বসলেন শ্রমিকেরা

Alipurduar News: বেতন নেই গত পাঁচ মাস, প্রবল ক্ষোভে এ কী করে বসলেন শ্রমিকেরা

X
বিক্ষোভ [object Object]

প্রতিবাদের কারণে বন্ধ মহাসড়ক নির্মাণের কাজ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

আলিপুরদুয়ার: বেতন নেই মাসের পর মাস। প্রতিবাদের কারণে বন্ধ  মহাসড়ক নির্মাণের কাজ। শ্রমিকদের অভিযোগ সঠিক সময়ে বেতন পাচ্ছেন না তারা। এই অভিযোগেই মহাসড়ক তৈরির সিমপ্লেক্স কোম্পানিতে তালা দিলেন কর্মীরা। প্রায় ৭০ জন কর্মীর বেতন নেই গত পাঁচ মাস ধরে। ফলে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের পরিবারের।‌শ্রমিকরা তাদের ব‍্যাঙ্কের টাকা বের করে এনে সংসার চালাতে বাধ‍্য হচ্ছে। শ্রমিকদের মধ্যে বেশিরভাগ গাড়ির চালক এবং বিভিন্ন দফতরেরঅপারেটর কর্মী রয়েছেন।‌ বারবার কর্তৃপক্ষের কর্মকর্তাদের বলেও কাজ হয়নি বলে সাফ জানিয়েছেন শ্রমিকরা।

অভিযোগ, বেতন আজ দেব,কাল দেব করে তা আর দেয় না কর্তৃপক্ষ। শ্রমিকরা প্রতিদিন আশাহত হন। অবশেষে বুধবার সকাল ন'টা থেকে দুর্গাবাড়ি সংলগ্ন সিমপ্লেক্স কোম্পানির গেটে তালা ঝুলিয়ে দিলেন কর্মীরা।‌ যার দরুণ মহাসড়ক সম্প্রসারণের কাজ বন্ধ রইল সকাল থেকে। যদিও কোম্পানির কর্মকর্তারাও কোনও রকম মন্তব্য করতে নারাজ। তবে আন্দোলনকারীদের কাছ থেকে জানা গিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া বেতন না মিলবে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে । প্রয়োজনে তারা বাড়ির পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সড়কে বসবেন। ‌

অনন্যা দে

Published by:Rachana Majumder
First published:

Tags: Alipurduar news