আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে লেপার্ড আতঙ্ক। লেপার্ডের আক্রমণে তটস্থ চা বাগানের শ্রমিকরা। এবারে লেপার্ডগুলিকে বনমুখী করার উদ্যোগ নিচ্ছে বন দফতর।কখনও চা বাগানের নালায়।আবার কখনও ঝোপের আড়ালে লুকিয়ে থাকে লেপার্ড।কাজে ব্যস্ত থাকার কারণে ভাল করে চারপাশটা দেখে নিতে পারেন না বাগান শ্রমিকরা।শিকারের অপেক্ষা করতে করতে লেপার্ড ঝাঁপিয়ে পড়ে এই শ্রভিকদের ওপরে।
আরও পড়ুন: আর ছোট্ট পুকুরে থাকতে হবে না ! 'ঘরবদল' হল মাছেদেরও, শিলিগুড়ির ঘটনা অবাক করবে
লেপার্ডের আক্রমণের বিষয়ে বহুদিন ধরে বনদফতরে জানিয়ে আসছে চা বাগান কর্তৃপক্ষ। তবে বাগান সংলগ্ন এলাকাগুলোতে লেপার্ড ধরতে অসফল হচ্ছে বনদফতর। ফের লেপার্ডের আক্রমণে জখম হয়েছেন ১ মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে।
দুপুরবেলায় বাগানের ৩১ নং সেকশনে বাগানের শ্রমিক রেহেনা খাতুন চা পাতা তুলছিল। ঠিক সেই সময় তার উপর আক্রমণ চালায় একটি লেপার্ড। পরে রেহানার চিৎকারে অন্যান্য শ্রমিকরা চলে এলে লেপার্ড পালিয়ে যায় । শ্রমিকরা রেহানা খাতুনকে নিয়ে আসে লতাবাড়ি হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন তিনি।
আরও পড়ুন: দ্বিতীয় বর চুপিচুপি বিয়ে করছে, সোশ্যাল মিডিয়া খুলতে চমকে উঠলেন স্ত্রী! পরে যা হল
বক্সা ব্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে এই ঘটনাগুলি রুখতেই উদ্যোগ নেওয়া হয়েছে। লেপার্ডগুলিকে বনমুখী করতে ছাড়া হচ্ছে হরিণ।বনকর্তাদের মতে জঙ্গলে খাদ্যের সন্ধান পেলে আর অন্যত্র যাবে না লেপার্ড।
অনন্যা দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Bengal