#আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের কুমারগ্রামের পুখুরিগ্রাম এলাকায় চিতা বাঘ আতঙ্ক। রহস্যজনকভাবে গ্রামের বেশ কিছু গবাদি পশুর উধাও হওয়ার খবর মেলে। পরে নিঁখোজ পশুদের ছিন্ন ভিন্ন দেহ মেলায় আতঙ্কিত হন কুমারগ্রামের বাসিন্দারা।
গ্রামে চিতাবাঘের আগমন হয়েছে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় গবাদি পশুদের নিখোঁজ হওয়ার ঘটনা বাড়ছিল। চিতাবাঘের আক্রমণে এলাকার ২ টি ছাগলের মৃত্যু হয়েছে। এছাড়াও আরেকটি ছাগল নিখোঁজ। যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে পুখুরিগ্রামে যান বন বিভাগের কর্মীরা। বন বিভাগের কর্মীরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Malda News: হরিণ দেখার শখ! মাত্র ১০ টাকাতেই স্বপ্ন সত্যি! একদিনেই ঘুরে আসুন! রইল খোঁজ
শীত পড়তেই জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে বন্যপ্রাণীরা। যার জেরে চরম সমস্যায় পড়েছেন কুমারগ্রামের পুখুরিগ্রাম সহ অন্যান্য প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ। বন বিভাগের তরফে জানানো হয়েছে, ছাগলের মালিককে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। স্থানীয়রা জানান, কিছুদিন থেকেই এলাকায় একটি চিতা বাঘ আনাগোনা করছে। পর পর বেশ কয়েকটি গৃহপালিত প্রাণীর মৃত্যুর ঘটনা অন্তত তাই প্রমাণ করে।
আরও পড়ুন: Malda News: বিদ্যুতের মিটার নেবে কে? ভাইয়ের বউয়ের সঙ্গে চরম কাণ্ড ঘটাল ভাসুর! জানলে অবাক হবেন
চিতা ধরতে পুখুরিগ্রাম এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।তারা জানান,সন্ধ্যে নামলেই শিশুদেরআর ঘরের বাইরে বেরোনো নিষেধ করে দিয়েছেন গ্রামবাসীরা। বেশিক্ষণ মাঠে গৃহপালিত পশুদেরও চড়াতে পারন না তারা।
সন্ধে হলেই চিতাবাঘটি গ্রামে ঢুকে পড়ে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। চিতা বাঘের আতঙ্ক থেকে বাঁচতে কুমারগ্রাম রেঞ্জ অফিসেও অভিযোগ জানান স্থানীয়রা। রাতে এলাকায় বনকর্মীদের টহলদারির দাবি জানিয়েছেন তারা।
অনন্যা দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, Leopard