হোম /খবর /আলিপুরদুয়ার /
তোর্ষার ভাঙন পরিদর্শনে গিয়ে রণবাহাদুরবস্তির মানুষের অভিযোগ শুনলেন সেচমন্ত্রী

Alipurduar: তোর্ষার ভাঙন পরিদর্শনে গিয়ে রণবাহাদুরবস্তির মানুষের অভিযোগ শুনলেন সেচমন্ত্রী

X
title=

জয়গাঁর রণবাহাদুরবস্তিতে তোর্ষার ভাঙন অব্যাহত। দিন দিন ভয়ানক রূপ নিচ্ছে ভাঙন। প্রায় দেড় কিলোমিটার বাঁধ ভেঙে গিয়েছে তোর্ষার ভাঙনে।

  • Share this:

#আলিপুরদুয়ার: জয়গাঁর রণবাহাদুরবস্তিতে তোর্ষার ভাঙন অব্যাহত। দিন দিন ভয়ানক রূপ নিচ্ছে ভাঙন। প্রায় দেড় কিলোমিটার বাঁধ ভেঙে গিয়েছে তোর্ষার ভাঙনে। ধীরে ধীরে নদী গ্রামে ঢুকছে। সেচমন্ত্রী পার্থ ভৌমিককে আজ এলাকা পরিদর্শন করতে দেখে নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন স্থানীয় বাসিন্দারা। তাদের কথা শুনেছেন সেচমন্ত্রী। আলিপুরদুয়ার ডুয়ার্সকন্যাতে ম্যারাথন বৈঠক করলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। উপস্থিত ছিলেন মন্ত্রী সবিনা ইয়াসমিন। শনিবার ডুয়ার্সকন্যাতে বৈঠকের পর সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, এদিন বৈঠকে সবিস্তারে আলোচনা হয়েছে। প্রশাসনিক ভাবে ব্যাবস্থা নেওয়া হবে।

জয়ন্তী নদীর বেড উচু হয়েছে। বন্যা হলে সমস্যা বাড়ে। এ ব্যাপারে মন্ত্রী বলেন, জয়ন্তী নদীর ব্যাপারে গ্রীন ট্রাইবুনাল এর রায় কি বের হয় সেদিকে দেখা হচ্ছে। ভাঙ্গন প্রতিরোধে ব্যাবস্থা নেওয়া হচ্ছে। ডুয়ার্সকন‍্যাতে বৈঠকের পর জেলার বিভিন্ন খরস্রোতা নদী ও নদী বাঁধ শনিবার পরিদর্শন করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক । শনিবার আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন‍্যাতে বৈঠকের পর। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন নদী পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ তোর্ষার ভাঙন পরিদর্শনে গিয়ে রণবাহাদুরবস্তির মানুষের অভিযোগ শুনলেন সেচমন্ত্রী

এদিন কালচিনি ব্লকের দলসিংপাড়া রণবাহাদুরবস্তি তোর্ষা নদী এলাকা শনিবার পরিদর্শন করলেন সেচ মন্ত্রী। এদিন তোর্ষা নদীর বাঁধ পরিদর্শন করেন। সেচ মন্ত্রী জানান এই এলাকায় ভাঙ্গন হয় এবং বনদফতরের একটা বিশাল অংশ এই এলাকায় রয়েছে। বনদফতরের সঙ্গে কথা বলে এই এলাকায় স্থায়ী সমাধান কি করা যায় তা দেখা হচ্ছে। প্রতিবেশী দেশ ভুটানের পাহাড় থেকে নেমে আসা নদীর জলে এই এলাকার বিশাল অংশজুড়ে প্রতিবছর প্লাবিত হয়।

আরও পড়ুনঃ পাকা সেতু না থাকায় বাঁশের ভাঙাচোরা সেতু দিয়েই যাতায়াত! ক্ষুব্ধ এলাকাবাসী

এই বিষয়ে সেচমন্ত্রী জানান, " আমরা এই বিষয়ে দফতরের পক্ষ থেকে চিঠি করেছি।মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, এটা আন্তর্জাতিক বিষয়।ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে তা অনুসারে চলা হবে।" দলসিংপাড়া রণবাহাদুরবস্তি এলাকার বাসিন্দারা এদিন জানান তোর্ষা নদী এলাকায় বেশিরভাগ অংশে বাঁধ নেই আমাদের দাবি বাঁধ তৈরি হক।

Annanya Dey

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Alipurduar, River erosion