হোম /খবর /আলিপুরদুয়ার /
অবশেষে পুলিশের জালে! গণ্ডার নিধনকারী শার্প শ্যুটার ও পাচারকারী লোকেন

Alipurduar News: অবশেষে পুলিশের জালে! গণ্ডার নিধনকারী শার্প শ্যুটার ও পাচারকারী লোকেন

ধৃত শার্প শুটার

ধৃত শার্প শুটার

Alipurduar News: পুলিশ ও বনদফতরের যৌথ অভিযানে গ্রেফতার দুই রাজ্যের মোস্ট ওয়ান্টেড শার্প শুটার ও বন্যপ্রান পাচারকারী লোকেন বসুমাতারী।

  • Share this:

আলিপুরদুয়ার: পুলিশ ও বনদফতরের যৌথ অভিযানে গ্রেফতার দুই রাজ্যের মোস্ট ওয়ান্টেড শার্প শুটার ও বন্যপ্রান পাচারকারী লোকেন বসুমাতারী। কুখ্যাত চোরা শিকারি ও গন্ডার নিধনের অন্যতম মূল পান্ডা তথা সার্প শ্যুটার লোকেন বসুমাতারিকে যৌথ অভিযানে গ্রেফতার করল জলদাপাড়া বন্যপ্রান শাখা ও আলিপুরদুয়ার জেল পুলিশ।

বৃহস্পতিবার জলদাপাড়াতে সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন জলদাপাড়া অতিরিক্ত বন‍্যপ্রাণ আধিকারিক নবজ‍্যোতি দে । বুধবার দুপুরে আলিপুরদুয়ারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থার্ড কোর্টে পেশ করা হয় লোকেন বসুমাতারিকে। বন দফতরের দাবি ২০১০ সাল থেকে এখনও পর্যন্ত জলদাপাড়া জাতীয় উদ্যানে যতগন্ডার হত্যার ঘটনা ঘটেছে,তার সবগুলোর সঙ্গেই জড়িত ছিল ওই লোকেন বসুমাতারি ও তার সাকরেদরা।

২০২১ সালের এপ্রিল মাসে জলদাপাড়ায় যে শেষ বারের মতো একটি গন্ডার নিধনের ঘটনা ঘটেছিল তাতে লোকেন বসুমাতারির সরাসরি যোগসাজশের প্রমাণ পেয়েছিল বনদফতর।

আরও পড়ুন: হঠাৎ সামনে চলে এলেন মহিলা, গাড়ি থামিয়ে দিলেন মমতা! মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ মেদিনীপুরে

তাতে লোকেনের এক সাকরেদ ধরা পড়লে তার হেফাজত থেকে উদ্ধার হয়েছিল গন্ডার হত্যায় ব্যবহৃত একটি থ্রি নট থ্রি রাইফেল ও বেশ কিছু তাজা কার্তুজ। যদিও সে যাত্রায় গন্ডারটির শৃঙ্গ কেটে নিয়ে চম্পট দিতে সক্ষম হয়েছিল লোকেন বসুমাতারি। তদন্তে জানা যায় যে ২০১০ সাল থেকে এখনও পর্যন্ত লোকেন বসুমাতারি ও তার সাকরেদরা রাজ্যের দুই গন্ডার আবাস গরুমারা ও জলদাপাড়ায় একাধিক গন্ডার হত্যার সঙ্গে জড়িত ছিল।

এ ছাড়া প্রতিবেশী রাজ্য অসমে চোরা শিকারির ওই দলটি কাজিরাঙ্গা ও মানস জাতীয় উদ্যানে একাধিক গন্ডার হত্যার দায়ে অভিযুক্ত।ধৃত চোরা শিকারির বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় মামলা রুজু করেছে বনদফতর।

Annanya Dey

Published by:Uddalak B
First published:

Tags: Alipurduar