হোম /খবর /আলিপুরদুয়ার /
তোলাবাজি আটকাতে গিয়ে বীরপাড়ার লঙ্কাপাড়ায় আক্রান্ত পুলিশ 

Alipurduar News|| তোলাবাজি আটকাতে গিয়ে বীরপাড়ার লঙ্কাপাড়ায় আক্রান্ত পুলিশ 

আহত পুলিশ 

আহত পুলিশ 

Police attacked: আলিপুরদুয়ারের ভুটান সীমান্ত লাগোয়া লঙ্কাপাড়ায় দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত পুলিশকর্মীরা।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরপাড়ায়।

  • Share this:

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের ভুটান সীমান্ত লাগোয়া লঙ্কাপাড়ায় দুষ্কৃতিদের হামলায় আক্রান্ত পুলিশকর্মীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরপাড়ায়। শনিবার সন্ধ্যাবেলায় ওই আক্রমণের ঘটনাটি ঘটে। তাতে বীরপাড়া থানার চার পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। অভিযোগ ওই সময় দুই তোলাবাজ ডলোমাইটের ডাম্পার আটকে তোলা আদায়ের চেষ্টা করছিল।

কর্তব্যরত পুলিশ কর্মীরা এই বেআইনি কাজে বাধা দিতে গেলে তাঁদের এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তোলাবাজ দুস্কৃতীরা। এ দিন তোলাবাজি ঘটনার খবর পেয়ে বীরপাড়া থানার এএসআই বিরাট থাপা ঘটনাস্থলে গেলে। দুষ্কৃতীরা তাকে সহ মোট চার জন পুলিশ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

আরও পড়ুনঃ চকলেট-কেশর-মালাই চা, রয়েছে আরও নানা স্বাদের পসরা, এই দোকানে মন মজেছে নয়া প্রজন্মের

তবে ঘটনাস্থলে জখম অবস্থায় পুলিশ দুই দুষ্কৃতীর মধ্যে রাম মঙ্গরকে পাকড়াও করে ফেলেন।তাকে গ্রেফতার করা হয়েছে।আহতদের মধ্যে এএসআই বিরাট থাপা বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি রয়েছেন।ওই ঘটনায় প্রচন্ড উত্তেজনা তৈরি হয় লঙ্কাপাড়ায়। বরাবর এলাকায় চলে আসছে দুষ্কৃতীরাজ, তা দমনে সচেষ্ট হয়েছিল পুলিশ। কিন্তু সেখানেও আক্রান্ত হতে হয় পুলিশকে।

Annanya Dey

Published by:Shubhagata Dey
First published:

Tags: Alipurduar