হোম /খবর /আলিপুরদুয়ার /
অমৃত ভারতে নিউ আলিপুরদুয়ার, বদলে যেতে পারে জেলার অর্থনীতি

Alipurduar News: অমৃত ভারতে নিউ আলিপুরদুয়ার, বিশ্বমানের স্টেশনের রূপ পাবে

X
title=

বাজেটে ঘোষিত অমৃত ভারত স্টেশন প্রকল্পে জায়গা পেল নিউ আলিপুরদুয়ার স্টেশন। রেলের আলিপুরদুয়ার ডিভিশনের মোট ১৫ টি স্টেশন এই প্রকল্পে জায়গা পেয়েছে

  • Share this:

আলিপুরদুয়ার: উন্নত প্রযুক্তি ও পরিকাঠামো ব‍্যবহার করে নিউ আলিপুরদুয়ার স্টেশনকে বিশ্বমানের স্টেশন করার কাজ শুরু হবে শীঘ্রই। বাজেটে রেলমন্ত্রী নির্মলা সীতারমণ যে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কথা ঘোষণা করেছেন তাতে জায়গা পেয়েছে নিউ আলিপুরদুয়ার স্টেশন।

শুক্রবার বিকেলে রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব ভার্চুয়াল প্রেস মিট করেন ২০২৩ এর সাধারণ বাজেটে রেলের বরাদ্দ নিয়ে। ওই ভার্চুয়াল মিটিং-এ ছিলেন রেলের বিভিন্ন ডিভিশনের আধিকারিকরা। এই মিটিংয়েই জানা যায় রেল উত্তর-পূর্ব জোনের উন্নয়নে বেশি জোর দিয়েছে। এই জোনের যে ১৫ টি স্টেশন দিয়ে সবচেয়ে বেশি যাত্রী যাতায়াত করে, সেখানে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। এরমধ্যে আলিপুরদুয়ার জেলার হাসিমারা, নিউ আলিপুরদুয়ার ও দলগাঁও স্টেশনের নাম আছে।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির জের, ২০১৬ এর পর নিযুক্ত শিক্ষকদের ডেকে নথি পরীক্ষা শিক্ষা দফতরের

আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপ কুমার সিং জানান, আলিপুরদুয়ার ডিভিশনে দুটি স্টেশন নিউ কোচবিহার ও সিকিমের রংপো, এই দুটি বিশ্বমানের স্টেশনে রূপান্তরিত করা হবে। এছাড়া আলিপুরদুয়ার ডিভিশনের ১৫ টি রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের মধ‍্য দিয়ে দুটি ধাপে বিশ্বমানের স্টেশনে পরিণত করা হবে। এর মধ‍্যে অসমের পাঁচটি ও পশ্চিমবঙ্গে দশটি স্টেশন আছে। বিশেষজ্ঞদের মতে, নিউ আলিপুরদুয়ার স্টেশনটি বিশ্বমানের রূপ পেলে আর্থসামাজিক উন্নয়ন হবে এলাকার।

অনন্যা দে

Published by:Kaustav Bhowmick
First published:

Tags: Alipurduar news, Indian Railway, Rail Station