হোম /খবর /আলিপুরদুয়ার /
ছিঃ! সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে এ কী করল বৃদ্ধ! পরিণতি মর্মান্তিক

Alipurduar News: ছিঃ! সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে এ কী করল বৃদ্ধ! পরিণতি মর্মান্তিক

মঙ্গলবার ছাত্রীর পরিবারের সদস্যরা কালচিনি থানায় অভিযোগ করে।অভিযোগের পর পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্ৰেফতার করেছে।

  • Share this:

আলিপুরদুয়ার: সপ্তম শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে নিপীড়ন, পরিণতি গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা৷ ঘটনায় কালচিনি ব্লকে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে খবর, হঠাৎ ওই ছাত্রী অসুস্থবোধ করলে তার পরিবারের সদস্যরা তাকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়। নাবালিকায় জানায় তার প্রতিবেশী দাদু দিনের পর দিন ধর্ষণ করেছে তাকে। এমনকী যাতে সে মুখ না খোলে, তার হুমকিও দেওয়া হয়।মঙ্গলবার ছাত্রীর পরিবারের সদস্যরা কালচিনি থানায় অভিযোগ করে।পুলিশ অভিযুক্ত বৃদ্ধকে গ্ৰেফতার করেছে। ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন‍্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান হয়েছে। নাবালিকার বাবা ও মা ভিন রাজ‍্যে কাজ করে। সে ছোট থেকে তার দাদু ও দিদার কাছেই থাকে। ঘটনার আকস্মিকতায় তারাও চমকে উঠেছে৷

Published by:Rachana Majumder
First published: