আলিপুরদুয়ার: জয়গাঁ ভ্রমণের অন্যতম আকর্ষণ ফুন্টশোলিংয়ে রিভার র্যাফটিং। পর্যটকদের মধ্যে কমবেশি অ্যাডভেঞ্চার সকলের প্রিয়। জয়গাঁয় এসেই প্রতিবেশী দেশ ভুটানের ফুন্টশেলিংয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসের বিষয়ে জানতেই বিশেষ আগ্রহ দেখাচ্ছেন পর্যটকেরা।
এ বারে জয়গাঁয় এসে প্রতিবেশী দেশের ফুন্টশোলিং শহরে পা বাড়ালেই অ্যাডভেঞ্চার স্পোর্টসের আনন্দ নিতে পারছেন পর্যটকেরা। দু-দেশের সীমান্তবর্তী শহরের পর্যটন ব্যবসায়ীদের উদ্যোগে শুরু হয়েছে তোর্ষার বুকে এই র্যাফটিং। প্রথমে জয়গাঁর তোর্ষা নদীতে শুরু হওয়ার কথা চলছিল রিভার র্যাফটিং। কিন্তু বন দফতরের অনুমতি না থাকায় সেই উদ্যোগ থেমে যায়। মন খারাপ হয়ে গিয়েছিল পর্যটক সহ পর্যটন ব্যবসায়ীদের। তবে ফুন্টশোলিং শহরে তোর্ষা নদীতে রিভার র্যাফটিংয়ের কথা ছড়িয়ে পড়তে আবারও নতুনভাবে আশার আলো দেখছেন সকলে।
আরও পড়ুনঃ দিনের আলোয় মাঠে জ্বলছে ওটা কী? সামনে যেতেই চোখ কপালে উঠল বাসিন্দাদের
এ বার অ্যাডভেঞ্চার স্পোর্টসের নতুন দিশা দেখাবে ফুন্টশোলিং, বলছেন পর্যটন ব্যবসায়ীরা। উত্তরবঙ্গে অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্থান খুব কম রয়েছে। জয়গাঁর কাছে ভুটানের ফুন্টশেলিং-এ এই উদ্যোগে খুশি সকলেই। পরীক্ষামূলকভাবে তিনটি বোট এনে রিভার রাফটিংয়ের আয়োজন করা হয় দু'মাস ধরে। এই অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে ভাবনা রীতিমতো চওড়া হাসি এনে দিয়েছে দুই দেশের পর্যটন ব্যবসায়ীদের মুখে। জয়গাঁর পর্যটন আলাদা মাত্রা পেতে চলেছে দাবি পর্যটন ব্যবসায়ীদের।
আরও পড়ুনঃ বর্ষায় ভেঙে যাওয়ার রাস্তা এখনও সরানো হয়নি, ফলে যন্ত্রণা বেড়েছে হাতির 'নিশানায়' থাকা গ্রামের
ভুটানের চামকনা থেকে তোর্ষা ট্রাক পার্কিং পর্যন্ত ৭ কিমি নদীর গতিপথে হচ্ছে র্যাফটিং, যা এক ঘন্টায় শেষ হবে। তিনটি বোটে ছ'জন পর্যটক ও একজন গাইড নিয়ে মোট সাতজন র্যাফটিং এর সুবিধা পাবে। র্যাফটিং করতে গেলে পর্যটকদের মাথাপিছু গুনতে হবে এক হাজার টাকা করে।তিনটি বোটেই হবে র্যাফটিং। ভুটানের একটি বেসরকারি সংস্থা এর দেখভালের দায়িত্বে রয়েছে। র্যাফটিং শুরু হওয়ার আগে পর্যটকদের লাইফ জ্যাকেট,স্পোর্টস হ্যাট পড়িয়ে দেওয়া হচ্ছে। সকলকে বলে দেওয়া হয় গাইডের পরামর্শ শুনে চলতে।
কীভাবে আসবেন?
রেল বা সড়ক পথে হাসিমারা এসে সেখান থেকে বাস অথবা অটোতে চেপে জয়গাঁর ভুটানগেট।
পেডেস্ট্রিয়ান টার্মিনাল হয়ে ভুটানের ফুন্টশোলিং শহরে ঢুকলেই মিলবে ছোট গাড়ি।
দেড়শ থেকে দুশো টাকা ভাড়া দিয়ে চামকনা। এখানেই হয় রিভার র্যাফটিং।
Annanya Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Bengal, Tourism