হোম /খবর /আলিপুরদুয়ার /
দুদিনের ঝড়ে সব তছনছ! বিপর্যস্ত কালচিনি ব্লকের বিস্তীর্ণ এলাকা

Alipurduar News: দুদিনের ঝড়ে সব তছনছ! বিপর্যস্ত কালচিনি ব্লকের বিস্তীর্ণ এলাকা

X
ঝড়ে [object Object]

স্থানীয় সূত্রের খবর, এলাকার চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত বিষয় জানানো হয়েছে প্রশাসনকে। কালচিনি ও রাঙামাটি এলাকার পথে বড় দুটি গাছ পড়ে যাওয়ায় যাতায়াত ব‍্যবস্থাও কিছুক্ষণের জন্য ব‍্যাহত হয়।

  • Share this:

আলিপুরদুয়ার: দু'দিনের ঝড়ে ব‍্যাপক ক্ষয়ক্ষতি কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কালচিনি ও রাঙামাটি এলাকায়।

দু'দিনের ঝড়ে কালচিনি ব্লকের দলসিংপাড়া, গাড়োপাড়া, চুয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় বহু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়ে গিয়েছে সুপারি বাগান। ঝড়ে ব‍্যাপক ক্ষতি হয়েছে কালচিনিতে। কালচিনি তিন নম্বর চৌপথি এলাকার একটি হোটেলের উপরে ভেঙে পড়েছে গাছ। কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে হোটেলটি৷

আরও পড়ুন: প্রেমের সম্পর্কের এমন পরিণতি! ঝাড়গ্রামে যুবকের দেহ কী অবস্থায় উদ্ধার হল জানেন?

এলাকার বাসিন্দা হেমন্ত লামা জানান, হোটেলটি নতুন করে তৈরি করা হয়েছিল। সেটার উপরে গাছ ভেঙে পড়ায় সব কিছু শেষ হয়ে গেল। অনেক কষ্ট করে পুঁজি জমিয়ে দোকানটি বানিয়েছিলেন তাঁরা। এখন এই ক্ষতি কীভাবে পূরণ করবেন, কিছুতেই ভেবে পাচ্ছেন না তাঁরা।

আরও পড়ুন: বাড়ির তুলসীমঞ্চে মাথা ঠেকিয়ে রাজবংশী বৃদ্ধাকে পায়ে হাত দিয়ে প্রণাম, হেমতাবাদে অভিষেকের জনসংযোগ

এছাড়াও, স্থানীয় সূত্রের খবর, এলাকার চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত বিষয় জানানো হয়েছে প্রশাসনকে। কালচিনি ও রাঙামাটি এলাকার পথে বড় দুটি গাছ পড়ে যাওয়ায় যাতায়াত ব‍্যবস্থাও কিছুক্ষণের জন্য ব‍্যাহত হয়।

Annanya Dey

First published:

Tags: Alipurduar