আলিপুরদুয়ার: ব্যাঙ্কে গিয়ে সঠিকভাবে মিলছে না পরিষেবা। অভিযোগ জটেশ্বর এলাকার বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বরের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে। ওই ব্যাঙ্কের গ্রাহকদের অভিযোগ, বহু দিন থেকে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা শিকেয় উঠেছে। বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।
পাসবই আপডেট করানোর নামে কিছু গ্রাহককে ঘোরানো হয়েছে ছ’মাস ধরে। আবার কোনও গ্রাহককে বলা হয়েছে তার অ্যাকাউনট ফ্রিজড হয়েছে। সেই অ্যাকাউন্ট এক বছর বাদেও ঠিক হয়নি। এ বারে ক্ষুব্ধ গ্রাহকরা আন্দোলনের পথ বেছে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন: মর্মান্তিক! বাইক কেনার টাকা দেয় নি মা, তারপর যা করল ছেলে…শুনলে শিউরে উঠবেন
আরও পড়ুন: শোবার ঘরে ১০ ফিট গভীর গর্ত! বাবার সঙ্গে ছেলে-মেয়ে যা করল, বিশ্বাস হবে না
যে ভাবে ব্যাঙ্ক চলছে, সে ভাবে কাজ চলতে পারেনা বলে জানান গ্রাহকরা।টাকা তুলতে গিয়েও সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। এ দিকে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের তরফে জানান হয়েছে, কর্মী সংকটের কারণে এই পরিস্থিতি দেখা দিয়েছে।এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে।
অনন্যা দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।