আলিপুরদুয়ার: বিপজ্জনক অবস্থায় রয়েছে রাজাভাত চা বাগানের শ্রমিকদের বাড়িগুলি।ঝোরার ওপর কালভার্ট তৈরি না হলে সামনে আরও বিপদ বলে জানালেন শ্রমিকরা। গত বর্ষায় রাজাভাত চা বাগানে ঝোরার জল ফুলেফেঁপে উঠে ভাসিয়ে নিয়ে গিয়েছিল শ্রমিক মহল্লার অধিকাংশ জমি।সেই আতঙ্ক মনে গেঁথে রয়েছে এলাকাবাসীদের।
ঝোরার ওপর দিয়ে চলাচল করার জন্য কালভার্ট তৈরির দাবি জানিয়েছিল স্থানীয়রা।পাশাপাশি ঝোরার দু'ধারে পাকা বাঁধের দাবি জানান হয়েছে প্রশাসনকে।এলাকাবাসী গুড্ডু ছেত্রী জানান, "এক বছর ধরে এই সমস্যা চলছে।কালচিনি ব্লক প্রশাসনের তরফে আধিকারিকরা আসে পরিদর্শন করে আর চলে যায়।কাজের কাজ কিছুই হয়নি।"
আরও পড়ুন: সীমান্ত লাগোয়া শহরগুলিতে রাত্রিবাসে এসডিএফ নেবেনা ভুটান, আগামী ১ বছর লাগু থাকবে এই নিয়ম
ঝোরার ওপর দিয়ে চলাচল করার জন্য এলাকাবাসীরা বাঁশ,টিন ব্যবহার করে একটি অস্থায়ী কালভার্ট তৈরি করেছেন।সামনেই বর্ষা।শ্রমিকদের আশঙ্কা গতবছর যে ঘরগুলি ভাঙেনি,এবারে সেগুলিও ভেঙে যেতে পারে ঝোরার জলের তোরে।
অনন্য়া দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar