আলিপুরদুয়ার: বিএসএফ স্টিকার লাগানো বাইকে নেশার ট্যাবলেট পাচারের চেষ্টা। এক যুবককে আটক করল পুলিশ। বৃহস্পতিবার রাতে বিএসএফ লেখা স্টিকার বাইকে সেঁটে নেশার ট্যাবলেট পাচার করার চেষ্টা করছিল এক যুবক। সেই যুবককে গ্রেফতার করে সোনাপুর ফাঁড়ির পুলিশ।
কোচবিহার থেকে জয়গাঁ যাওয়ার পথে চিলাপাতা মোড় চেকিং পয়েন্ট থেকে নেশার ট্যাবলেট সহ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে সোনাপুর ফাঁড়ির পুলিশ। সোনাপুর পুলিশ ফাঁড়ির ওসি মিংমা শেরপা নিজে অভিযান চালিয়ে চিলাপাতা চেকিং পয়েন্টে নেশার ট্যাবলেট সহ বাইকটিকে আটক করে।
আরও পড়ুন, মাধ্যমিকে প্রথম কাটোয়ার ছাত্রী দেবদত্তা মাজি, প্রাপ্ত নম্বর ৬৯৭
আরও পড়ুন, একবার পাশ দিয়ে গেলেই কিন্তু…! বিরল এই সাপের দেখা মেলে খুব সামান্য
এই অভিযানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পুলিশের এসডিপিও দেবাশীষ চক্রবর্তী ও আইসি আলিপুরদুয়ার অনিন্দ্য ভট্টাচাৰ্য। অভিযুক্ত যুবককের বাড়ি কোচবিহার জেলায়। উল্লেখ্য, মাঝে মাঝেই এই পথ ধরে নেশার সামগ্রী ভুটানে পাচারের চেষ্টা করে পাচারকারিরা।
Annanya Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BSF