হোম /খবর /আলিপুরদুয়ার /
দিনের আলোয় মাঠে জ্বলছে ওটা কী? সামনে যেতেই চোখ কপালে উঠল বাসিন্দাদের

Alipurduar Crime|| দিনের আলোয় মাঠে জ্বলছে ওটা কী? সামনে যেতেই চোখ কপালে উঠল বাসিন্দাদের

আলিপুরদুয়ারে আতঙ্ক

আলিপুরদুয়ারে আতঙ্ক

Alipurduar Crime : দিনের আলোয় মাঠে ওটা জ্বলছে কি? সামনে গিয়েই চোখ কপালে উঠল আলিপুরদুয়ারের বাসিন্দাদের।

  • Share this:

আলিপুরদুয়ার: এক অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব‍্যাপক চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। এ দিন ১৬ নম্বর ওয়ার্ডের বিজি রোড এলাকায় একটি মাঠের পাশে খালি জায়গায় এক ব‍্যক্তিকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা ছুটে আসে।

স্থানীয় কাউন্সিলর ও পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। সকলে ঘটনাস্থলে পৌঁছে দেখেন ওই ব‍্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় কাউন্সিলর দিবাকর পাল জানান, ওই ব‍্যক্তি এই এলাকার নয়। কোথা থেকে এসেছে এবং কেন এই ঘটনা ঘটেছে কেউ কিছু বুঝে উঠতে পারছে না।

আরও পড়ুনঃ বর্ষায় ভেঙে যাওয়ার রাস্তা এখনও সরানো হয়নি, ফলে যন্ত্রণা বেড়েছে হাতির 'নিশানায়' থাকা গ্রামের

সূত্রের খবর, মাঠের খালি জায়গায় এই ঘটনা ঘটায় প্রথম অবস্থায় কেউ দেখতে পায়নি। পরবর্তীতে এক এলাকার বাসিন্দা তার বাড়ির ছাদ থেকে প্রথমে এই ঘটনা দেখতে পায়। তারপর অন‍্যান‍্য এলাকাবাসীদের ঘটনাস্থলে নিয়ে এলে তারা অগ্নিদগ্ধ ব‍্যক্তিকে দেখে শিউরে ওঠেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।

Annanya Dey

Published by:Shubhagata Dey
First published:

Tags: Alipurduar, Crime News